এবার শুধু মানুষের চামড়াই বাকি পোশাক বানানোর জন‍্য! উরফির মন্তব‍্যে বিষম খাওয়ার জোগাড় নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ার দৌলতে উরফি জাভেদ (Urfi Javed) নামটা এখন আর কারোর অপরিচিত নয়। নিজের অদ্ভূত পোশাক বা ফ‍্যাশন সেন্সের দৌলতে লাইমলাইটে উঠে আসেন তিনি। অভিনেত্রী হিসাবে যতটা পরিচিতি পেয়েছিলেন, অর্ধনগ্ন হয়ে ভিডিও বানিয়ে ঢের বেশি জনপ্রিয়তা পেয়েছেন উরফি। এবার ফের এক বিষ্ফোরক মন্তব‍্য করে লাইমলাইট কেড়ে নিলেন তিনি।

সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় উরফিকে লেন্সবন্দি করে পাপারাৎজি। বরাবরের মতোই তাঁর পরনে ছিল এক বিদঘুটে পোশাক। একটি ডেনিম ট্রাউজারকেই পোশাক বানিয়ে পরে ফেলেছেন তিনি। নীচেও পরেছেন একটি জিন্সের প‍্যান্ট। অদ্ভূত সাজে সেজে একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন উরফি। তাঁর পোশাকের বহর দেখে পাপারাৎজি প্রশ্ন ছোঁড়ে, আর কী কী জিনিস দিয়ে পোশাক বানানো বাকি রয়েছে তাঁর?

urfi 2
উত্তরে সবাইকে চমকে দিয়ে উরফি বলেন, এবার শুধু মানুষের চামড়া ব‍্যবহার করে পোশাক বানানোটাই বাকি রয়ে গিয়েছে। উরফি বলেন, মানুষের চামড়া পেতে হলে খুন করতে হয়। তবে কেউ যদি নিজে থেকেই মানুষের চামড়া দেয় তবে তিনি নিশ্চয়ই পোশাক বানাবেন।

জনপ্রিয়তার চূড়ায় কীভাবে উঠতে হয় সে উপায় খুব ভাল ভাবেই জেনে গিয়েছেন উরফি। অন‍্যদের কাছে যেগুলো উদ্ভট এবং অশ্লীল পোশাক সেগুলোই তাঁর কাছে খ‍্যাতির শীর্ষে ওঠার সিঁড়ি। আর আপাতত সে দিকেই মন দিয়েছেন উরফি।

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে বহুবার আইনি বিপাকে পড়েছেন উরফি। এমনকি তাঁর ‘খ‍্যাতি’ পৌঁছে গিয়েছে রাজনৈতিক মহলেও। তবে ভয় পেয়ে থেমে যাওয়ার মেয়ে উরফি নন। বরং পালটা বিজেপির উদ্দেশে তোপ দাগতে দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি কঙ্গনা রানাওয়াতকেও পাশে পেয়েছেন উরফি।

Niranjana Nag

সম্পর্কিত খবর