বাংলাহান্ট ডেস্ক: বোল্ড পোশাক দিয়ে নজর কাড়তে জুড়ি নেই উরফি জাভেদের (urfi javed)। অভিনয় কেরিয়ার বা বিগ বসে তেমন সুবিধা করতে না পারলেও কীভাবে লাইমলাইটে থাকতে হয় তা খুব ভালভাবে বুঝে গিয়েছেন উরফি। বিতর্ক তাঁর চিরসঙ্গী। এবার নিজের ধর্মের বিরুদ্ধে বিষ্ফোরক মন্তব্য করে বিতর্ক দ্বিগুণ উসকে দিলেন তিনি।
উরফির বক্তব্য, তিনি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করবেন না। তিনি নিজে মুসলিম ধর্মাবলম্বী ঠিকই। কিন্তু যে নোংরা মন্তব্য, কটাক্ষ তিনি পান বেশিরভাগ আসে মুসলিম ধর্মাবলম্বীদের থেকে। উরফির কথায়, “মুসলিম পুরুষরা চায় মহিলাদের দাবিয়ে রাখতে। তাই আমার প্রতি ওদের অত ঘৃণা। মুসলিম সম্প্রদায়ের সব মেয়েকে ওরা নিয়ন্ত্রণ করতে চায়। আমি ইসলামে বিশ্বাস করি না। ওরা যেভাবে চায় সেভাবে আমি আচরণ করি না বলেই ওদের এত রাগ।”
উরফি আরো জানান, তিনি কোনো ধর্মে বিশ্বাস করেন না। কোনো মুসলিম ছেলেকে তিনি বিয়ে করবেন না। অন্য যে কোনো ধর্মে বিয়ে করতে পারেন তিনি। উরফি জানান, তাঁদের যখন মাত্র ১৭ বছর বয়স তখন তাঁর বাবা তাঁদের ছেলে চলে যান। ধর্মীয় গোঁড়ামিতে বিশ্বাসী ছিলেন তাঁর বাবা। মা ও নিজের ধর্মে বিশ্বাস রাখেন খুব। কিন্তু তিনি কখনো নিজের সন্তানদের উপর তা জোর করে চাপিয়ে দেননি।
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই খোলামেলা পোশাকে ছবি, ভিডিও শেয়ার করেন উরফি। কিছুদিন আগেই স্টকিংস কেটে ফিনফিনে টপ বানিয়ে পরেছিলেন তিনি। বলা বাহুল্য, তা নিয়ে ব্যাপক ট্রোলও হতে হয়েছিল তাঁকে। কিন্তু বরাবরের মতোই কোনো পাত্তা দেননি উরফি।
এর আগে বিগ বস প্রতিযোগী জানিয়েছিলেন, তিনি নিজের পোশাক নিজে ডিজাইন করতে ভালবাসেন। আর তিনি যা পরেন সবই একটু ওভার দ্য টপ অর্থাৎ বেশি বেশি। সাধারন মানুষ যেটা পরার কথা ভাবতেও পারবেন না উরফির কাছে সেগুলো খুবই স্বাভাবিক ব্যাপার।