‘বিজেপিতে যোগ দিতে চলেছি’, বিতর্ক থেকে বাঁচতে রাজনীতিতে আসার কথা ঘোষনা উরফি জাভেদের!

বাংলাহান্ট ডেস্ক: পোশাক হোক বা মন্তব‍্য সবেতেই চাঁচাছোলা উরফি জাভেদ (Urfi Javed)। অশ্লীল পোশাকের কারণে বিতর্কে জড়ান তিনি। আর বিতর্কের জবাব দিতে গিয়ে নিজেকে আরো বড় বিবাদে জড়িয়ে ফেলেন উরফি। দুদিন অন্তর অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে। শেষমেষ এর থেকে বাঁচার উপায় বের করলেন উরফি।

রাজনীতিতে পা দিচ্ছেন উরফি জাভেদ। গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন তিনি। সম্প্রতি নিজেই এই ঘোষনা করে সবাইকে চমকে দিয়েছেন উরফি। ব‍্যাপারটা কী? আসলে সম্প্রতি সোশ‍্যাল মিডিয়া তারকার বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ। উরফির বিরুদ্ধে মুম্বইয়ের রাস্তায় প্রকাশ‍্যে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনেছিলেন তিনি।

urfi javed dubai
পালটা এদিন সোশ‍্যাল মিডিয়ায় মুখ খোলেন উরফি। তিনি লেখেছেন, ‘ইনিই সেই মহিলা যিনি এনসিপিতে থাকাকালীন সঞ্জয় রাঠোরের গ্রেফতারির দাবিতে সরব হয়েছিলেন। এরপ‍র ওঁর স্বামী ঘুষ খেতে গিয়ে ধরা পড়েন। স্বামীকে বাঁচাতে বিজেপিতে যোগ দেন উনি আর তারপর থেকে সঞ্জয় আর চিত্রা ভাল বন্ধু। আমিও এবার বিজেপিতে যোগ দিতে চলেছি। তখন আমরাও খুব ভাল বন্ধু হয়ে যাব।’

উরফি এও লিখেছেন, তিনি জানেন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে লেখাটা বিপজ্জনক হতে পারে। কিন্তু তাঁর অভিযোগ, এরা সকলে মিলে তাঁকে আত্মহত‍্যার দিকে ঠেলে দিচ্ছে। তাই এখন হয় তিনি নিজেই নিজের জীবন কেড়ে নেবেন, নয়তো মুখ খুলে ওদের হাতে মরবেন। তবে উরফির দাবি, তিনি কারোর কোনো ক্ষতি করেননি। ওরাই তাঁকে বিনা কারণে নিশানা করছে।

একটি কালো অর্ধনগ্ন পোশাকে মুম্বইয়ের রাস্তায় বেরোনোয় উরফির উপরে চটেছিলেন বিজেপি নেত্রী। ভিডিওটি টুইট করে মুম্বই পুলিসকে ট‍্যাগ করে দ্রুত ব‍্যবস্থা নিতে বলেছিলেন তিনি। উরফির গ্রেফতারির দাবি জানিয়েছিলেন। যদিও কার্যক্ষেত্রে তেমন কিছুই ঘটেনি। উরফি এখনো বহাল তবিয়তে ফ‍্যাশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েই যাচ্ছেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর