নগ্ন পিঠ দেখিয়ে ‘টপলেস’ ভিডিও বানালেন উরফি, আচমকা পেছনে ঘুরতেই কেলেঙ্কারি!

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ার নতুন তারকা উরফি জাভেদ (Urfi Javed)। কোনো একটি ছবি বা ভিডিও তিনি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে পড়ে। শুরু হয় ট্রোলিং। মূলত খোলামেলা পোশাকে অর্ধনগ্ন অবস্থায় পোস্ট শেয়ার করার জন‍্যই ট্রোল হন প্রাক্তন বিগ বস প্রতিযোগী। যদিও সেসব বিশেষ গায়ে মাখেন না তিনি।

সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন উরফি। নগ্ন পিঠে খোলা চুল ছড়িয়ে বাগানে ঘুরছেন তিনি। আপাত দৃষ্টিতে তাঁকে টপলেস বলেই মনে হবে। নেটিজেনরাও ভেবেছিলেন তেমনটাই। কিন্তু আচমকাই এক ঝটকায় ক‍্যামেরার দিকে মুখ ঘোরান উরফি।

xurfi javed 4.jpg.pagespeed.ic .yCfjcV0ipl
দেখা যায় তিনি আদৌ টপলেস নন। একটি নীল ব্রা পরে রয়েছেন তিনি। এমন চমকের জন‍্য প্রস্তুত ছিলেন না কেউই। নেটনাগরিকদের কমেন্টেই বোঝা গিয়েছে সেটা। কেউ লিখেছেন, ‘আরেকটু হলেই অঘটন ঘটে যেত!’ তো আরেকজন কপট রাগ দেখিয়ে অভিযোগ করেছেন, নিজের অনুরাগীদের ঠকাচ্ছেন উরফি।

https://www.instagram.com/reel/CaeEGkNlqnp/?utm_medium=copy_link

সম্প্রতি এক কাস্টিং ডিরেক্টর ওবেদ আফ্রিদির (Obed Afridi) বিরুদ্ধে মহিলাদের যৌন হেনস্থা করার অভিযোগ এনেছিলেন উরফি। ওই কাস্টিং ডিরেক্টর প্রথমে দাবি করেছিলেন, একটি ফটোশুটের জন‍্য প্রতিশ্রতি দিয়েও শেষমেষ করতে রাজি হননি উরফি। বাধ‍্য হয়ে অন‍্য শিল্পীকে নিতে হয় তাঁকে। কিন্তু উরফি সরাসরি অভিযোগ করেছেন যে, মিথ‍্যে কথা বলছেন ওবেদ।

তাঁর বকেয়া টাকা তো তিনি দেনইনি, উপরন্তু তাঁর চরিত্রের দিকেও আঙুল তুলেছেন। উরফির সঙ্গে পাঙ্গা নেওয়ার ফলও ভাল মতোই ভোগ করেছেন ওবেদ আফ্রিদি। একের পর এক স্ক্রিনশট শেয়ার করে কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। বিগ বস অভিনেত্রীকে সমর্থন করেছেন আরেক তারকা প্রিয়াঙ্ক শর্মা। তিনিও দাবি করেছেন, তাঁর চেনা পরিচিত একজনের থেকেও যৌন অনুগ্রহ চেয়েছিলেন ওবেদ।

Niranjana Nag

সম্পর্কিত খবর