একদিকে হিন্দুরাষ্ট্র চাইছে, অন‍্যদিকে তালিবানি নিয়ম চাপাচ্ছে! নাম না করে বিজেপিকে তুলোধনা উরফির

বাংলাহান্ট ডেস্ক: বিজেপির বিরুদ্ধে খড়গহস্ত উরফি জাভেদ (Urfi Javed)। এমনিতে প্রায়ই আইনি ঝামেলায় জড়ান তিনি। তাঁর ‘ভিন্ন’ ধরণের পোশাক পছন্দের কারণে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ উরফির গ্রেফতারির দাবিতে সরব হয়েছিলেন। মুম্বই পুলিস কমিশনারেটের কাছে তাঁকে গ্রেফতার করার দাবি জানিয়েছিলেন তিনি। পালটা এবার উরফিই সরাসরি গিয়ে হাজির হলেন থানায়।

জানা যাচ্ছে, সমন জারি করে অম্বোলি থানায় ডেকে পাঠানো হয়েছিল উরফিকে। হাজিরাও দিয়েছিলেন তিনি। টানা দু ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় উরফিকে। তারপরেই সোশ‍্যাল মিডিয়ায় নাম না করে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ফেটে পড়েন উরফি।

   

urfi javed bjp
পরপর টুইটে ক্ষোভ উগরে দেন উরফি। তিনি লেখেন, ‘একদিকে ওরা হিন্দু রাষ্ট্র চাইছে। অন‍্যদিকে মহিলাদের পোশাকের উপরে তালিবানি ফতোয়া জারি করছে। হিন্দু ধর্ম যেটা প্রাচীনতম ধর্ম, মহিলাদের প্রতি উদারনৈতিক বলেই পরিচিত। তাহলে কোন সংষ্কৃতির কথা বলছেন আপনারা?’

অপর একটি টুইটে উরফি লেখেন, ‘আমি বলছি কোনটা ‘ভারতীয় সংষ্কৃতি’র অংশ নয়। ধর্ষণ, ডান্স বার, একটি মেয়ের পোশাকের জন‍্য কোনো রাজনৈতিক ব‍্যক্তিত্বর তাঁকে প্রকাশ‍্যে হুমকি দেওয়া।’ পাশাপাশি কিছু প্রাচীন মূর্তির ছবি শেয়ার করে উরফি আরো বলেন, হিন্দুরা বরাবর উদার, শিক্ষিতা। এই ধর্মের মেয়েদের পোশাক নির্বাচনে কোনো বাধা ছিল না। তারা সক্রিয় ভাবে ক্রীড়া, রাজনীতিতে অংশ নিতেন। যৌনতা এবং মহিলাদের শরীর নিয়ে ইতিবাচক মানসিকতা ছিল তাদের। আগে ভারতীয় সংষ্কৃতি সম্পর্কে জেনে আসুন।

কিছুদিন আগে উরফি লিখেছিলেন, তিনি জানেন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে লেখাটা বিপজ্জনক হতে পারে। কিন্তু তাঁর অভিযোগ, এরা সকলে মিলে তাঁকে আত্মহত‍্যার দিকে ঠেলে দিচ্ছে। তাই এখন হয় তিনি নিজেই নিজের জীবন কেড়ে নেবেন, নয়তো মুখ খুলে ওদের হাতে মরবেন। তবে উরফির দাবি, তিনি কারোর কোনো ক্ষতি করেননি। ওরাই তাঁকে বিনা কারণে নিশানা করছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর