নগ্ন পিঠ নিয়ে মাথায় হিজাব! ধর্মকে অপমান করার অভিযোগে ফের নিশানায় উরফি জাভেদ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের নতুন ‘ফ‍্যাশন ডিজাস্টার’ উরফি জাভেদ (urfi javed)। বিগ বসে যাওয়ার আগে থেকেই পোশাক নিয়ে নজর কাড়তেন তিনি। কিন্তু টেলিভিশনের সবথেকে বিতর্কিত শোয়ে যাওয়ার পর থেকে যেন আরোই অপ্রতিরোধ‍্য হয়ে উঠেছেন উরফি। শো থেকে সবার আগে বাদ যেতে হয়েছিল তাঁকেই। কিন্তু তাতে শাপে বরই হয়েছে অভিনেত্রীর। নিজের অদ্ভূত ফ‍্যাশন স্টেটমেন্ট দিয়ে নিত‍্যদিন লাইমলাইট কেড়ে নিচ্ছেন উরফি।

প্রথমে অন্তর্বাস দেখানো ছেঁড়া জ‍্যাকেট, তারপর বোতাম খোলা প‍্যান্ট আর এখন ব‍্যাকলেস পোশাক। উরফি যেন প্রতিজ্ঞাই করে নিয়েছেন খবরের শিরোনাম থেকে সরবেনই না তিনি। শুধু ব‍্যাকলেস পরলে তাও কথা ছিল, কিন্তু উরফি তো উরফি। তিনি পোশাকের একটি অংশ হিজাবের মতো করে মাথায় দিয়ে নিয়েছেন।


এমনি পোশাকে সম্প্রতি মুম্বইয়ের আন্ধেরিতে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হলেন উরফি। এক মুহূর্ত সময় লাগেনি ছবিগুলি ভাইরাল হতে। তিনি নিজেও ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন ছবিগুলি। ক‍্যাপশনে বিতর্ক আরেকটু উসকে দিয়ে লিখেছেন, ‘ওরা আমাকে পর্দা করতে বলেছিল, তাই করেছি কিন্তু আমার নিজের স্টাইলে।’

ট্রোলের পাশাপাশি ক্ষুব্ধ নেটিজেনদের আক্রমণেরও শিকার হয়েছেন উরফি। কারোর কটাক্ষ, ‘তালিবানরা খুব খুশি হবে’। আবার আরেকজন লিখেছেন, ‘কেউ আপনাকে পর্দা করতে বলেনি। সত‍্যি বলতে আপনি কী করবেন না করবেন তাতে কারোর যায়ও আসে না। কিন্তু পর্দার ধারনাটাকে অন্তত অপমান করবেন না।’


এর আগে অনেকেই উরফিকে হিজাব পরানোর পরামর্শ দিয়েছিলেন। এরপরেই বিষয়টা নিয়ে মুখ খোলেন বিতর্কিত অভিনেত্রী। তাঁর প্রশ্ন ছিল, তিনি মুসলিম ধর্মাবলম্বী বলেই কি তাঁকে ট্রোল করা হচ্ছে? ট্রোলারদের বানানো একটি ছবি শেয়ার করেছিলেন উরফি। সেখানে দেখা যায় স্বরা ভাস্কর এবং আরেকজন ব‍্যক্তি উরফির বিতর্কিত পোশাকের একটি ছবি হাতে ধরে দাঁড়িয়ে রয়েছেন। ছবিতে লেখা, ‘গরীব মহিলাদের সাহায‍্য করুন। যাতে তারা হিজাব ও নকাব কিনতে পারে।’

https://www.instagram.com/p/CUMr01OoYsD/?utm_medium=copy_link

ছবিটি শেয়ার করে উরফি প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন ট্রোলারদের উদ্দেশে, ‘আমি মুসলিম শুধুমাত্র সে জন‍্যই কি আমাকে ট্রোলের নিশানা করা হচ্ছে?’ তাই এবার নিজস্ব ধরনেই ট্রোলারদের বার্তা দিলেন উরফি।

X