এটাও ফ‍্যাশন! গলায় মোবাইল ঝুলিয়ে গোপনাঙ্গ ঢাকলেন উরফি, চটুল মশকরা নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অতিরিক্ত স্মার্টফোন ঘাঁটার কারণে কি কখনো শুনতে হয়েছে, মোবাইল গলায় ঝুলিয়ে নেওয়ার কথা? এমন উপদেশ কমবেশি অনেককেই শুনতে হয়েছে। তবে তা কার্যকর করে দেখালেন উরফি জাভেদ (Urfi Javed)। সত‍্যি সত‍্যিই গলায় মোবাইল ঝুলিয়ে সেটা দিয়েই লজ্জা ঢাকলেন ফ‍্যাশন ‘কুইন’!

বিদঘুটে পোশাকের জন‍্য ইতিমধ‍্যেই জনপ্রিয়তার চূড়ায় উঠেছেন উরফি। তা সে নেতিবাচক প্রচারের দৌলতেই হোক না কেন। আর সেই জনপ্রিয়তা কীভাবে ধরে রাখতে হয় সেটাও খুব ভাল ভাবে জানেন উরফি। দিন দিন আরোই খোলামেলা হচ্ছেন তিনি। কোনো কোনো সময় পোশাকের বালাই রাখেন না উরফি। বদলে শরীর ঢাকেন অন‍্য জিনিসপত্র দিয়ে।


এবারেও তেমনি এক কাণ্ড ঘটিয়েছেন উরফি। গলায় দুটো মোবাইল ঝুলিয়ে ব্রালেট বানিয়েছেন তিনি। সঙ্গে প‍্যান্ট এবং জ‍্যাকেট। মাথা খাটিয়ে নতুন নতুন ফ‍্যাশনের আইডিয়া বের করেন তিনি। তবে প্রতিবারই ট্রোলড হতে হয় তাঁকে। নিজের দোষেই বারংবার সমালোচনার ভাগীদার হন উরফি।

তাঁর মোবাইল পোশাক দেখে আবারো হাসির রোল উঠৈছে নেটপাড়ায়। একজন কটাক্ষ করেছেন, ল‍্যাপটপ দিয়ে একটা স্কার্টও বানিয়ে নিতে পারতেন। আবার কেউ রীতিমতো ক্ষোভের সঙ্গে লিখেছেন, লজ্জা করে না? জলে ডুবে মরা উচিত উরফির!

https://www.instagram.com/reel/ClF-2j9rx5l/?igshid=YmMyMTA2M2Y=

কিছুদিন আগেই খুনের হুমকি পাওয়া নিয়ে সোশ‍্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন উরফি। প্রতিনিয়ত তাঁর বিরুদ্ধে ভিডিও তৈরি করা হচ্ছে, নিজে কী পোশাক পরবেন না পরবেন তার জন‍্য খুনের হুমকি পাচ্ছেন। উরফি বলেন, তিনি ভয় পাননি, কিন্তু নিজের সুরক্ষা নিয়ে অবশ‍্যই চিন্তিত। তাঁর দাবি, তিনি কোনোদিন কারোর ব‍্যাপারে খারাপ কিছু বলেননি। কিন্তু এই মানুষগুলো আমজনতাকে তাঁর বিরুদ্ধে উসকে দিচ্ছে। আর শুধু তাঁর বিরুদ্ধে নয়, অন‍্য মহিলাদেরও সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে বলে দাবি উরফির।

X