দীপিকারও এক কাঠি উপরে, বিজেপি নেত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে অশ্লীল গেরুয়া পোশাকে ‘বেশরম’ উরফি

বাংলাহান্ট ডেস্ক: নামমাত্র পোশাকে মুম্বই এর রাস্তায় বেরোনোয় উরফি জাভেদকে (Urfi Javed) গ্রেফতারের দাবি তুলেছিলেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ। পালটা তাঁকে চাঁচাছোলা ভাষায় জবাব দেন উরফি। কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েই শান্ত হননি তিনি। ‘বেশরম রঙ’ এর নকল করে অশ্লীল গেরুয়া পোশাকে ধরা দিয়েছেন উরফি। সব মিলিয়ে বিতর্কের ডবল ডোজ।

ইতিপূর্বের ঘটনা জানিয়ে রাখি, কিছুদিন আগে একটি কালো পোশাকে প্রায় অর্ধনগ্ন অবস্থাতেই প্রকাশ্য রাস্তায় দেখা গিয়েছিল উরফিকে। পাপারাৎজি স্বাভাবিক ভাবেই ছেঁকে ধরেছিল তাঁকে। উরফির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র আপত্তি প্রকাশ করেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ।

urfi 2

প্রকাশ্য রাস্তায় অশ্লীলতা করার জন্য উরফিকে গ্রেফতারের দাবি জানিয়ে মুম্বই পুলিসকে বার্তা দিয়েছিলেন তিনি। পালটা উরফি তীব্র কটাক্ষ শানিয়ে বলেন, চিত্রা ওয়াঘের স্বামী ঘুষ খেতে গিয়ে ধরা পড়েন। স্বামীকে বাঁচাতে এনসিপি ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। এবার তিনিও বিজেপিতে যোগ দিতে চলেছেন। তখন তাঁরা খুব ভাল বন্ধু হয়ে যাবেন।

উরফি আরো দাবি করেছিলেন, রাজনৈতিক ব্যক্তিদের এই ধরণের অভিযোগ তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। ওই মন্তব্যের পরপরই ফের আগের ‘ডোন্ট কেয়ার’ রূপে দেখা মিলল উরফির। বিতর্ক দ্বিগুণ বাড়িয়ে একটি অশ্লীল গেরুয়া রঙের পোশাকে ক্যামেরার সামনে এলেন তিনি।

https://www.instagram.com/reel/Cm_mEsfhSxV/?igshid=YmMyMTA2M2Y=

প্রত্যাশা মতোই কমেন্টে বিরক্তি আর ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, শুধুমাত্র বিতর্কের জন্যই গেরুয়া রঙের পোশাক পরে এসেছেন উরফি। শুধু লাইমলাইট পাওয়ার জন্যই এসব করছেন উনি। আরেকজন লিখেছেন, আর অন্য কোনো রঙ খুঁজে পেলেন না পোশাক বানানোর জন্য? এটুকুই বা পরার কী দরকার ছিল?

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনি নিয়ে বিতর্ক কারোরই অজানা নয়। সেই বিতর্কে ধুনো দিয়ে আরো এক কাঠি উপরে চড়লেন উরফি। অনেকে মনে করছেন, তাঁকে গ্রেফতারের দাবি তোলায় বিজেপি নেত্রীকে পরোক্ষে জবাব দিয়েছেন উরফি। তবে এই বিতর্ক যে সহজে থামার নয় তা বোঝা যাচ্ছে স্পষ্ট।

Niranjana Nag

সম্পর্কিত খবর