শরীরে একটা সুতোও নেই! নিজের ছবিগুলিই গায়ে সেঁটে ভিডিও বানালেন উরফি!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিতর্কের মাত্রাটা দিনের পর দিন বাড়িয়েই চলেছেন উরফি জাভেদ (Urfi Javed)। খোলামেলা পোশাক পরা নিয়ে অনেকদিন ধরেই নিন্দা শুনতে হচ্ছে তাঁকে। কিন্তু লাগাম টানা তো দূরের কথা, দিন দিন যেন আরো মরিয়া হয়ে উঠছেন উরফি। এবার শুধুমাত্র নিজের ছবিগুলোকেই গায়ে সেঁটে ক‍্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।

উরফির সাম্প্রতিক শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর শরীরে পোশাকের চিহ্নমাত্র নেই। বদলে নিজেরই ছবি পরপর সেঁটে লজ্জা নিবারণ করেছেন তিনি। গানের তালে রীতিমতো কোমর দোলাতেও দেখা গিয়েছে তাঁকে। প্রাক্তন বিগ বস প্রতিযোগী জানিয়েছেন, ইন্টারনেট ঘেঁটেই এই স্টাইলটা তাঁর চোখে পড়ে।


আর কে না জানে, ভিন্ন ধরনের বিতর্কিত সাজ বরাবরই উরফির পছন্দ। তাই ঝুঁকি নিয়েও ভিডিও বানিয়েছেন তিনি। নেটিজেনদের দাবি, এবার সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছেন উরফি। এতদিন কিছু অন্তত হলেও পোশাক পরতেন। এবার তো সেটুকুও পরার প্রয়োজন মনে করেননি তিনি।

প্রসঙ্গত, অতি সম্প্রতি এক অফিসের নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসায় জড়িয়ে লাইমলাইট কেড়েছিলেন উরফি। কাজের সূত্রে ওই অফিসে পৌঁছেছিলেন তিনি। কিন্তু সেখানে উরফিকে দেখেই ছবি তুলতে শুরু করে পাপারাৎজি। তখনি এক নিরাপত্তারক্ষী উরফিকে বারণ করেন, বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে ছবি না তুলতে।

https://www.instagram.com/reel/CbrPS94o-B7/?utm_medium=copy_link

পালটা কথা কাটাকাটি শুরু করেন অভিনেত্রী। পরবর্তীকালে অবশ‍্য তিনি দাবি করেন, ওই নিরাপত্তারক্ষী তাঁর সঙ্গে দুর্ব‍্যবহার করেছিলেন। শুধু তাই নয়, তাঁর গায়েও নাকি হাত দিয়েছিলেন নিরাপত্তারক্ষী।

দিন কয়েক আগে একটি প্র‍্যাঙ্কের শিকারও হয়েছিলেন উরফি। অডিশন দেওয়ার সময় হঠাৎ করে পুলিস চলে আসে সেখানে। কাস্টিং ডিরেক্টর দাবি করেন, উরফিই নাকি অ্যাডাল্ট ফিল্ম বানানোর জন‍্য জোর করেছিলেন। পরে অবশ‍্য পুরোটাই প্র‍্যাঙ্ক জেনে হাঁফ ছেড়ে বাঁচেন উরফি।

সম্পর্কিত খবর

X