বাংলাহান্ট ডেস্ক: উঠতে বসতে ট্রোল হন উরফি জাভেদ (Urfi Javed)। বলিপাড়ার নতুন ফ্যাশন আইকন হয়ে উঠেছেন তিনি। কিছু মানুষের বেশ পছন্দ তাঁর ফ্যাশন সেন্স। আবার কয়েকজন একেবারেই সহ্য করতে পারেন উরফিকে। কখনো সর্বাঙ্গে সেফটিপিন, আবার কখনো অর্ধনগ্ন হয়েই ঘুরে বেড়ান তিনি।
নেটপাড়ায় বেশ জনপ্রিয় উরফি। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যাও মন্দ নয়। অথচ তাঁর দাবি, তিনি নাকি গরীব! পালটা সাংবাদিকদের কাছ থেকে টাকা চেয়ে বেড়াচ্ছেন উরফি। কাণ্ড দেখে ট্রোল করার লোভ সামলাতে পারেননি নেটিজেনরা।
মুম্বই বিমানবন্দরটা কার্যত ঘুরে বেড়ানোর জায়গা বানিয়ে ফেলেছেন উরফি। প্রায়দিনই উদ্ভট সাজে সেজে বিমানবন্দরে পৌঁছে যান তিনি। পেছন পেছন যায় পাপারাৎজিও। সম্প্রতি হালকা বেগুনি রঙের বিকিনি টপ ও একই রঙের প্যান্ট পরে বিমানবন্দরে দেখা মিলল উরফির।
পাপারাৎজির ক্যামেরার সামনে পোজ দিয়ে তাঁর দাবি, ইদি দিতে হবে তাঁকে। পালটা পাপারাৎজি বলে, উরফি তো নিজেই এত ধনী। বরং তাঁরই ইদি দেওয়া উচিত অন্যদের। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উরফি বলে ওঠেন, “না, তোমরা আমাকে ইদি দাও। কে বলেছে আমি ধনী? সব ভুলভাল। মন থেকে ধনী বা গরিব হওয়া উচিত মানুষের।”
নেটিজেনরা মজা করে লিখেছেন, রমজান মাস শেষ হতেই শয়তান হাজির হয়ে গিয়েছে। একজন লিখেছেন, উরফি এতই গরিব যে পোশাক কেনারও পয়সা নেই! অনেকের প্রশ্ন, উরফি তো কোথাও যান না। তবে রোজ রোজ বিমানবন্দরে টহল দিতে আসেন কেন?
https://www.instagram.com/reel/CdLa0nIK425/?igshid=YmMyMTA2M2Y=
অতি সম্প্রতি উরফির বিরুদ্ধে হলিউড তারকাদের পোশাক নকল করার অভিযোগ উঠেছিল। অর্থাৎ, তাঁর এই অদ্ভূত ডিজাইনের পোশাকগুলি হলিউডের অভিনেত্রীদের থেকে টোকা। কিন্তু দমানো যায়নি উরফিকে। তিনি জোর গলায় স্বীকার করেন যে অন্যদের পোশাকের ডিজাইন নকল করেছেন। কিন্তু এমন কোনো ভারতীয় ডিজাইনার নেই যে কিনা নকল করে না, দাবি উরফির।
তাঁর স্পষ্ট বক্তব্য, হলিউড সেলেবরা যে ধরনের পোশাক পরেন সেগুলো তাঁর মতো মানুষদের পাওয়াটা খুব কঠিন। তাই একটু আধটু নকল করতেই হয়। তার জন্য যদি অন্য তারকাদের সঙ্গে তাঁর তুলনা করাই হয় সেটাকে নিজের সৌভাগ্য বলেই মনে করেন উরফি।