কার্গিল বিজয় দিবস উপলক্ষে মুম্বাই এর পেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেল উরি- দ্যা সার্জিক্যাল স্ট্রাইক

বাংলা হান্ট ডেস্ক: ১৯৯৯ সালে আজকের দিনেই হয় কার্গিল যুদ্ধে বিজয়লাভ করে ভারত।তাই আজকে,২৬ জুলাই ‘কার্গিল বিজয় দিবস’ উপলক্ষে এদিন মহারাষ্ট্রের ৫০০টি প্রেক্ষাগৃহে বিনামূল্য ‘উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিটি দেখানোর কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।

ভিকি কৌশল অভিনীত ‘উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক’ বক্স অফিসে সুপার হিট হওয়ার পর থেকেই অন্য পথে মোড় নিতে শুরু করে ভিকির কেরিয়ার। এই ছবির পরই ভিকিকে একপ্রকার মেজর ভিয়ান সিং শেরগিল রূপেই ভাবতে শুরু করেছেন সিনেমাপ্রেমী ভারতীয়। এই ছবি পুনরায় পেখাগৃহে প্রকাশিত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানিয়েছেন খোদ ছবির পরিচালক আদিত্য ধর। তিনি তাঁর টুইটার পোস্টে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ”কার্গিল বিজয় দিবসের সেলিব্রেশনের অংশ হিসাবে আমার ছবিকে বেছে নেওয়ার জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে অসংখ্য ধন্যবাদ। আশা করি, এই ছবি দেশের নতুন প্রজন্মকে উৎসাহিত করবে, অনুপ্রেরণা জোগাবে। প্রত্যেক ভারতীয়ই দেশের সেবায় সাধ্যমত চেষ্টা করবে।”

সম্পর্কিত খবর