পাঁচ মাসের মধ্যেই কংগ্রেস থেকে মুখ ফেরালেন ঊর্মিলা মাতণ্ডকর

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা ভোটের আগে যোগ দিয়েছিলেন। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ৪৫ বছরের অভিনেত্রী। প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উত্তর মুম্বই আসনে। তবে BJP প্রার্থী গোপাল শেট্টির কাছে বিপুল ভোটে হেরে যান ঊর্মিলা।

পাঁচ মাস কাটতে না কাটতেই মোহভঙ্গ! কংগ্রেস ছাড়লেন ঊর্মিলা মাতণ্ডকর । দলের অভ্যন্তরীণ অশান্তিকে দায়ী করেই দল ছাড়লেন ‘রঙ্গীলা’ অভিনেত্রী। পদত্যাগ পত্রে অভিনেত্রী-রাজনীতিক লিখেছেন, ‘আমার রাজনৈতিক ও সামাজিক ধ্যান-ধারণা দলের মুম্বই কংগ্রেসের বৃহৎ লক্ষ্য-এর পরিবর্তে অভ্যন্তরীণ রাজনীতির অংশ হতে রাজি নয়।’

সেই সঙ্গে তিনি আরও বলেন, “আমি আমার সমস্ত চিন্তাভাবনা, আদর্শ এবং সততার সঙ্গে জণগণের জন্য কাজ করে যাব। যাঁরা আমার সমর্থনমে ছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। আমি মিডিয়াকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।”

ঊর্মিলার পদত্যাগে জোর গুঞ্জন শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে। বিশেষত লোকসভা ভোটের ফলাফলের নিরিখে কংগ্রেসের নৌকা যখন টালমাটাল, এমন সময়ে এই ধরনের অভিযোগ আগুন ছড়াবে বলেই আশঙ্কা।

সম্পর্কিত খবর