মানুষ কত নীচে নেমে গিয়েছে! লতা মঙ্গেশকরের শেষকৃত‍্যে শাহরুখের দোয়া-বিতর্কে সরব ঊর্মিলা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত লতা মঙ্গেশকরের (lata mangeshkar) শেষকৃত‍্যে শাহরুখ খানের (shahrukh khan) একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। লতা জিকে শেষশ্রদ্ধা জানানোর সময়ে তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া করতে দেখা গিয়েছে কিং খানকে। ভিডিওটি দেখে অনেকে ক্ষুব্ধ। সুরসম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানানোর সময় নাকি ‘থুতু’ ফেলেছেন শাহরুখ, অভিযোগ অনেকের। আবার অনেকেই বাদশার সমর্থনে সুর চড়িয়েছেন।

সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকরও (urmila matondkar)। তিনিও নিজের স্বামীর সঙ্গে গিয়েছিলেন প্রয়াত লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে। বিষয়টা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন ঊর্মিলা। তাঁর বক্তব‍্য, মানুষ এতটাই নীচে নেমে গিয়েছে যে তাদের মনে হয় যে প্রার্থনা করা মানে থুতু ফেলা।


তিনি বলেন, রাজনীতি এতটাই নীচে নেমে গিয়েছে যে বিষয়টা দুঃখজনক। শাহরুখ এমন একজন অভিনেত্রী যিনি আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন। আরো অনেক তারকাই মন্তব‍্য করেছেন, শাহরুখ যেটা করেছেন সেটা ‘ধর্মনিরপেক্ষ’ ভারতবর্ষের পরিচয় দেয়।

রবিবারই বিকেলে শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়  শেষকৃত‍্য সম্পন্ন হয় তাঁর। উপস্থিত ছিলেন বলিউডের নামীদামী ব‍্যক্তিত্বরা, প্রথম সারির তারকারা। সেখানকারই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, শাহরুখ ও তাঁর ম‍্যানেজার পূজা ডাডলানির একটি ছবি। অভিনেতা দোয়া প্রার্থনা করছেন প্রয়াত লতা মঙ্গেশকরের আত্মার শান্তি কামনায়। পাশে পূজাকে দেখা যাচ্ছে হাত জোড় করে প্রার্থনা করতে। ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রয়াত গায়িকার পা ছুঁয়েও প্রণাম করেন শাহরুখ।

ছবি ভাইরাল হতেই প্রশংসা করেছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, এই ছবি ধর্মনিরপেক্ষ ভারতের প্রতিচ্ছবি। একজন লিখেছেন, লতা মঙ্গেশকর জীবিতাবস্থায় সব ধর্মের মানুষকে এক করেছিলেন আর মৃত‍্যুর পরেও সেটাই করছেন। শাহরুখ ভালবাসা ছড়াচ্ছেন। আবার অনেকে অভিযোগ করেছেন, শাহরুখ নাকি লতা মঙ্গেশকরের মরদেহের উপরে ‘থুতু’ ফেলেছেন। ছবিটি নিয়ে আপাতত বিতর্ক তুঙ্গে।

সম্পর্কিত খবর

X