বাংলাহান্ট ডেস্ক: চিনা (China) পণ্য বয়কটের ডাক দিয়ে ভারতীয় (India) কোম্পানিকে গ্রহণ করার ডাক দিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা (urvashi rautela)। এতে দেশবাসীর অর্থ নিজের দেশের মধ্যেই থাকবে। এভাবেই অনুরাগীদের চিনা পণ্য বর্জন করার অনুরোধ জানালেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন উর্বশী। সেখানে একটি ভারতীয় ট্রাভেল কোম্পানির প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রী দাবি করেন, এই কোম্পানির সমস্ত বিনিয়োগকারী এবং শেয়ার হোল্ডার ভারতী। অপরদিকে অন্যান্য ট্রাভেল কোম্পানিগুলি চলে চিনা বা অন্য বিদেশিয় বিনিয়োগে।
উর্বশী অনুরোধ করেন সকলে মিলে এই ভারতীয় কোম্পানিকে সমর্থন করতে যাতে সমস্ত ভ্রমণ সংক্রান্ত খরচ নিজের দেশের মধ্যেই থাকে। উর্বশীর এই পোস্টটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। টুইটারে উর্বশী রাউতেলা রয়েছেন ট্রেন্ডিংয়ে। নেটিজেনরাও প্রশংসা করেছেন অভিনেত্রীর এমন পদক্ষেপের।
https://www.instagram.com/p/CC77PUAh_hL/?igshid=1sjikcy7nsknu
প্রসঙ্গত, সীমান্তে শান্তি বজায় রাখার কথা বললেও কার্যক্ষেত্রে উলটোটাই করছে চিন। দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্তে সৈন্য সরানোর কথা বললেও রিপোর্ট অনুযায়ী পূর্ব লাদাখের সীমান্ত বরাবর এখনও ৪০ হাজার চিনা সেনা মোতায়েন রয়েছে।
অপরদিকে চিনকে পাল্টা দিতে প্রস্তুত রয়েছে ভারতও। ভারতীয় নৌসেনার MIG-29K যুদ্ধবিমান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দেশের উত্তর দিকের বায়ুসেনার ঘাঁটিতে।
প্রসঙ্গত, উর্বশী রাউতেলা (urvashi rautela) অভিনয় জগতে প্রবেশ করেছেন বেশ অনেকদিন হয়ে গেল। কিন্তু এখনও পর্যন্ত মাত্র কয়েকটি ছবি ও মিউজিক ভিডিওতেই কাজ করেছেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে খুব একটা সন্দেহ না থাকলেও কেন যে তিনি বেশি ছবি পান না সেই নিয়ে ধন্দ রয়েছে সিনেপ্রেমীদের মধ্যে।
রূপোলি পর্দায় বেশি দেখা না গেলেও তাঁর অনুরাগীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। নেটদুনিয়ায় যথেষ্ট জনপ্রিয় উর্বশী। সোশ্যাল মিডিয়ায় নিজের জনপ্রিয়তা ধরে রাখতে বেশ সক্রিয় থাকেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২২ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। মাঝে মাঝেই নিজের ছবি বা ভিডিও দিয়ে অনুরাগীদের মন জয় করতে পছন্দ করেন উর্বশী।