মেয়েরা কী পরবে না পরবে অন‍্য কেউ ঠিক করবে না, হিজাব আন্দোলনের সমর্থনে এক খাবলা চুল কাটলেন উর্বশী

বাংলাহান্ট ডেস্ক: হিজাবের বিরুদ্ধে আন্দোলন (Hijab Protest) অব‍্যাহত ইরানে। মাত্র ২২ বছর বয়সী মাহসা আমিনির (Mahsa Amini) মৃত‍্যুতে যে ক্ষোভ এবং প্রতিবাদের আগুন ইরানে জ্বলেছিল তা একই ভাবে প্রজ্জ্বলিত রয়েছে দীর্ঘ ৫ সপ্তাহ ধরে। শুধু ইরানে নয়, বাইরের দেশেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আঁচ। এবার বড় পদক্ষেপ নিয়ে আন্দোলনকারীদের পাশেই দাঁড়ালেন অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela)।

সঠিক ভাবে হিজাব না পরার জন‍্য গ্রেফতার হয়েছিলেন বছর ২২ এর তরুণী মাহসা আমিন। ইরানের পুলিসের বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতারির পর তাঁকে বেধড়ক মারধোর করা হয়েছিল। কিছুদিন কোমায় থাকার পর মৃত‍্যু হয় মাহসার। এরপরেই স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় কাতারে কাতারে মানুষ। হিজাব পুড়িয়ে, চুল কেটে রক্ষণশীলতার দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার শপথ নিয়েছে মহিলারা।

Urvashi Rautela
প্রতিবাদে এবার যোগ দিলেন উর্বশীও। নিজের চুল কেটে ইরানের মহিলাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন উর্বশী। মাটিতে উবু হয়ে বসে একগোছা চুল কেটে ফেলতে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে একটি বড়সড় বার্তাও দিয়েছেন অভিনেত্রী।

তিনি লিখেছেন, ‘চুল কেটে ফেললাম! ইরানের নীতি পুলিসদের দ্বারা মাহসা আমিনির গ্রেফতারি ও তাঁর মৃত‍্যুর প্রতিবাদে আন্দোলনরত ইরানি মহিলাদের যেভাবে নির্বিচারে হত‍্যা করা হচ্ছে তার প্রতিবাদে সামিল হলাম। ইরানি মহিলাদের এবং উত্তরাখণ্ডের ১৯ বছর বয়সী অঙ্কিতা ভাণ্ডারীর সমর্থনে।’

উর্বশী আরো লিখেছেন, ‘সারা বিশ্বের মহিলারা নিজেদের চুল কেটে ইরানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন। মহিলাদের সম্মান করুন। মহিলাদের বিদ্রোহের এক বিশ্বব‍্যাপী প্রতীক, সৌন্দর্যের প্রতীক মানা হয় চুলকে। প্রকাশ‍্যে চুল কেটে মেয়েরা এটাই প্রমাণ করছে, সমাজ নির্ধারিত সৌন্দর্যের মাপকাঠির পরোয়া তারা করে না। তারা কেমন পোশাক পরবে, কেমন ব‍্যবহার করবে বা কেমন ভাবে জীবনযাপন করবে সেটা অন‍্য কেউ ঠিক করে দেবে না। মহিলারা একত্রিত হয়ে নিজেদের জন‍্য সুর চড়ালে নারীবাদ নতুন শক্তি পাবে।’

https://www.instagram.com/p/Cjyag0Yhy0m/?igshid=YmMyMTA2M2Y=

বিগত বেশ কিছুদিন ধরে ক্রিকেটার ঋষভ পন্থের নাম জড়িয়ে ট্রোলড হচ্ছেন উর্বশী। অনেকে দাবি করেছেন, ঋষভ পাত্তা না দেওয়ায় তাঁর পেছন পেছন অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন উর্বশী। ক্রিকেটারের নজর কাড়তেই নানান কাণ্ডকারখানা করছেন। তবে উর্বশীর এই পোস্ট তাঁর নিন্দুকদেরও প্রশংসা কুড়িয়েছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর