পন্থের ছবি দেখেছেন, এবার তাকে নিয়ে মন ছুঁয়ে যাওয়া মন্তব্য উর্বশীর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের একবার রিশভ পন্থকে (Rishabh Pant) নিয়ে মন্তব্য করে শিরোনামে এলেন জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। বলিউডের এই তারকা অভিনেত্রী এর আগে রিশভ পন্থকে নিয়ে পরোক্ষভাবে নানান মন্তব্য করে এবং তারপর ক্ষমা চেয়ে শিরোনামে এসেছিলেন। তার এবং পন্থের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমি শোরগোল চলেছিল গত বছরের শেষ কিছু মাস। এবার ফের অভিনেত্রীর মুখে শোনা গেল ভারতের তারকা উইকেটরক্ষকের নাম।

রিশভ পন্থ আপাতত মাঠ এবং ক্রিকেটের থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন। গত বছরের একদম শেষ দিকে দিল্লি থেকে একাই ড্রাইভ করে দেরাদুনে নিজের বাড়িতে ফিরতে গিয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন তারকা ক্রিকেটার। তারপর কোনওক্রমে হাসপাতালে পৌঁছেছিলেন এবং শেষে বিসিসিআই তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে।

সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে পাপরাৎজিদের সামনে ছবি তোলার পোজ দিতে গিয়ে উর্বশী পন্থকে নিয়ে মন্তব্য করেছেন। তারা অভিনেত্রীকে প্রশ্ন করেছিলেন যে তার রিশভ পন্থের সাম্প্রতিক ছবি তারা দেখেছেন কিনা। উর্বশী জানান যে তিনি দেখেছেন পন্থের কি অবস্থা। এরপর তিনি ভারতের তারকা উইকেটরক্ষককে দেশের গৌরব বলেও মন্তব্য করেছেন।

সম্প্রতি ভারতীয় দল যখন নাগপুরে প্রথম টেস্ট খেলতে ব্যস্ত ছিল তখন পন্থ সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল যে দু হাতে ক্রাচ নিয়ে পায়ে ব্যান্ডেজ বাধা অবস্থায় ছাদে হাঁটছেন তিনি। সেই পোস্টে পন্থ বার্তা দিয়েছিলেন যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

আজ ভারতীয় দল যখন ন্যাথান লিয়নের স্পিনার কোপে পড়ে দ্রুত চার উইকেট হারিয়ে ফেলেছে, তখন হয়তো অনেক ক্রিকেট ফ্যামিলি তার কথা মনে পড়েছে। এই জায়গায় তিনি থাকলে যে পাল্টা আক্রমণ শুরু করতেন সে ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে প্রথম চার উইকেট হারানোর পর বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাবার চেষ্টা করছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর