বাংলাহান্ট ডেস্ক : বিতর্ক যেন পিছুই ছাড়ছে না উর্বশী রাউতেলার (Urvashi Rautela)। কিছুদিন আগেই নিজের নামের মন্দির নিয়ে মন্তব্য করেন তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে সমাজের একটা বড় অংশকে চটিয়েছিলেন উর্বশী (Urvashi Rautela)। সেই বিতর্ক থামতে না থামতেই এবার ফের চর্চার কেন্দ্রে উঠে এলেন অভিনেত্রী। কানের রেড কার্পেটে ‘লজ্জাজনক’ কাণ্ড ঘটিয়ে আবারও ছিছিক্কারের মুখে পড়লেন তিনি।
কানে সমালোচনার মুখে উর্বশী রাউতেলা (Urvashi Rautela)
গত ১৩ মে থেকে শুরু হয়েছে খ্যাতনামা কান চলচ্চিত্র উৎসব। সিনেমার পাশাপাশি ফ্যাশনের ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চলচ্চিত্র উৎসব। প্রতি বছর ভারত থেকে একাধিক অভিনেতা অভিনেত্রী এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্ব যোগ দেন কানে। এ বছর এই তালিকায় নাম লিখিয়েছেন উর্বশী (Urvashi Rautela)। প্রথম দিনেই তাঁর রঙচঙে পোশাক নিয়ে একদফা আলোচনা হয়েছে। তবে দ্বিতীয় দিনে তিনি যা করলেন থাকেন রীতিমতো হতভম্ব নেটিজেনরা।
ছেঁড়া পোশাকে রেড কার্পেটে: কানের দ্বিতীয় দিনে রেড কার্পেটে হাঁটার জন্য একটি কালো গাউন পছন্দ করেছিলেন উর্বশী (Urvashi Rautela)। পোশাকে বেশ সুন্দরীই দেখাচ্ছিল অভিনেত্রীকে। কিন্তু রেড কার্পেটে পা রেখে এক জায়গায় পাপারাৎজির উদ্দেশে হাত তুলে দেখাতেই চক্ষুস্থির সকলের। উর্বশীর (Urvashi Rautela) বগলের কাছে বেশ খানিকটা জায়গায় পোশাক ছেঁড়া। হাত তুলতেই তা দেখা যাচ্ছে স্পষ্ট!
আরো পড়ুন : দলের কাজে লাগবে বলে দখল ফ্ল্যাট, সেখানেই বিষ্ফোরণ! টিটাগড় কাণ্ডে অবশেষে গ্রেফতার TMC কাউন্সিলর আরমান মণ্ডল
কী বলছেন নেটিজেনরা: সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে নানান কটাক্ষ। একজন প্রশ্ন করেছেন, ‘উর্বশীর পোশাকে কি ফুটো নাকি!’ আরেকজন লিখেছেন, ‘প্রথম ভারতীয় যিনি কানে ছেঁড়া পোশাক পরে গিয়েছেন?’ অনেকে বলছেন, তাড়াহুড়োয় সম্ভবত এই কাণ্ড ঘটিয়েছেন উর্বশী (Urvashi Rautela)। কিন্তু তাই বলে সেটা ঠিক করার চেষ্টা করবেন না? আবার কারোর কারোর মতে, সবটাই হয়তো প্রচারের আলোয় আসার চেষ্টা।
আরো পড়ুন : পাক মুলুকে নয়া নজির, অশান্ত বালোচিস্তানে প্রশাসনিক পদে প্রথম হিন্দু মহিলা! ইতিহাস গড়লেন কাশিশ
প্রসঙ্গত, এ বছর কানে বেশ কিছু নতুন নিয়ম আনা হয়েছে। উৎসব শুরুর আগের দিনই ঘোষণা করা হয়েছে, এমন কোনো পোশাক পরা যাবে না যেখানে নগ্নতা ফুটে ওঠে। অনেক বেশি ঘের দেওয়া পোশাক পরা যাবে না। সেইসঙ্গে পেছন দিকে অনেক বেশি কাপড় লুটিয়ে রয়েছে এমন পোশাকও পরা যাবে না। অনেকের মতে, শেষ মুহূর্তে এমন সব নিয়মের জেরে এ বছর কানে তারকাদের ভিড় কম।