ফের এয়ার স্ট্রাইক আমেরিকার, আবারও জঙ্গিকে নিশানা করে হামলা মার্কিন সেনার

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানের কাবুল এয়ারপোর্টের পাশে রবিবার এক জনবহুল এলাকায় হাওয়াই হামলা হয়। এই হামলায় এক বাচ্চার মৃত্যু হয়েছে। হামলার কিছু পর তালিবান আর আমেরিকার আধিকারিকরা দাবি করেন যে, আমেরিকা এয়ার স্ট্রাইক করেছিল। তালিবান জানিয়েছে, আমেরিকার হাওয়ায়ই হামলা একটি বাহন আর তাঁর মধ্যে থাকা এক আত্মঘাতী হামলাকারীকে নিশানা করে করেছিল। ওই আত্মঘাতী হামলাকারী কাবুল এয়ারপোর্টে আবারও হামলার করার উদ্দেশ্যে যাচ্ছিল।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আমেরিকা যেই এয়ার স্ট্রাইক করেছে, সেটই এক আত্মঘাতী হামলাকারীকে নিশানা করে করা হয়েছে। কাবুল বিমানবন্দরে উদ্ধার অভিযান জারি থাকাকালীন এই স্ট্রাইক করেছে আমেরিকার। ৩১ আগস্টের মধ্যে আমেরিকাকে তাঁদের অভিযান শেষ করার ডেডলাইন দিয়েছে তালিবান। আর আমেরিকা তৎপর হয়েছে সময়ের মধ্যে অভিযান শেষ করার।

এর আগে ব্রিহস্পতিবার কাবুল এয়ারপোর্টের বাইরে আত্মঘাতী হামলা হয়েছিল। ওই হামলা এতটাই ভয়াবহ ছিল যে, হামলায় ২০০ জন মারা যায়। হামলার পর গোটা বিশ্বে শোকের ছায়া নেমে আসে। ওই হামলায় আমেরিকার ১৩ জওয়ানও মারা গিয়েছিল।

বিমানবন্দরের বাইরে হওয়া এই জঙ্গি হামলার পর মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেন, ওই হামলায় যারা জড়িত রয়েছে তাঁদের ছাড়বে না আমেরিকা। তাঁদের খুঁজে শাস্তি দেওয়া হবে। বাইডেনের এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে আমেরিকা এয়ার স্ট্রাইক করে হামলার মূল চক্রীকে নিকেশ করে। তবে এখনই  বিপদ কাটেনি। খোদ মার্কিন রাষ্ট্রপতি কাবুল বিমানবন্দরে আরও জঙ্গি হামলা হওয়ার আশঙ্কা জাহির করেছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর