‘আমরা সব শেষ করে দিলাম” কাবুল হামলার পর ক্ষোভ মার্কিন জওয়ানের! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ কাবুল বিমানবন্দরে ভয়ঙ্কর বোমা হামলায় প্রাণ গিয়েছে প্রায় ১৩ জন মার্কিন সেনার। যদিও পরবর্তী ক্ষেত্রে হামলার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সকলকেই ড্রোন হামলার মাধ্যমে নিকেশ করেছে আমেরিকা। কিন্তু এবার এই বিষয়টি নিয়ে কার্যত বড় প্রশ্ন তুলে দিলেন এক মার্কিন সেনা কর্মী। স্টুয়ার্ট শেলার নামক ওই লেফটেন্যান্ট কর্নেলের ভিডিও এখন রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই তার ভিডিওর জন্য সাজাও ভুগতে হয়েছে তাকে। মার্কিন সেনাবাহিনীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে শেলারকে।

কিন্তু ৪ মিনিট ৪৫ সেকেন্ডের এই ফেসবুক ভিডিওতে প্রতিবাদ করতে কোন দ্বিধা করেননি ওই সেনা কর্মী। তিনি বলেন, “আমি বলছি না যে আমাদের চিরকাল আফগানিস্তানে থাকতে হবে। কিন্তু আমি জিজ্ঞাসা করছি আপনারা কি কেউ টেবিলে আপনার পদমর্যাদার কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং বলেছেন, আফগানদের কাছ থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার আগে বাগ্রাম এয়ারফিল্ড (কৌশলগত ঘাঁটি) খালি করা একটি ভুল কৌশল। কেউ কি এটা করেছেন? যখন আপনি এটা করার কথা ভাবেননি, কেউ কি একটি হাত তুলে বলেছেন, ‘আমরা একটা বড় ভুল করে ফেলেছি?”

   

এই ভিডিওতে তিনি এও জানান, “আমি ১৭ বছর ধরে সেনাবাহিনীর জন্য লড়াই করছি। আমার সিনিয়র নেতাদের কাছে এই জবাবদিহি দাবি করার ফলে আমায় যে মূল্য চোকাতে হবে তাও জানি।” কিন্তু মানুষ আজ অসহায় কারণ বরিষ্ঠ নেতারা তাদের হতাশ করেছেন। তিনি আরও জানান, ওই বোমা হামলায় মৃত এক সৈনিকের সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় ছিল। আর তাই এই ঘটনার পর আর থেমে থাকতে পারেননি তিনি।

কার্যত এদিন স্টুয়ার্ট কর্নেল প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে সকলকেই কাঠগড়ায় দাঁড় করান। ভিডিওর মাধ্যমে এই প্রশ্ন তোলায় সমস্যায় পড়তে হয়েছে তাকেও। ইতিমধ্যেই সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে ওই লেফটেন্যান্ট কর্নেলকে। কিন্তু তার তোলা প্রশ্নগুলি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর