‘গোটা বিশ্বে ভারতীয় বাজারের প্রভাব বাড়বে” ভারতের কৃষি আইনের সমর্থনে বলল আমেরিকা

বাংলা হান্ট ডেস্কঃ মোদী সরকারের নতুন কৃষি আইনের বিরুদ্ধে দিল্লীর বর্ডারে ৭১ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষকরা। আর এরই মধ্যে আমেরিকা নতুন কৃষি আইন নিয়ে ভারতকে সমর্থন জানিয়েছে। বাইডেন প্রশাসন জানিয়েছে যে, তাঁরা মোদী সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে। বাইডেন প্রশাসন জানিয়েছে, এই নতুন কৃষি আইনের ফলে গোটা বিশ্বে ভারতীয় বাজারের প্রভাব বাড়বে এবং বেসরকারি ক্ষেত্রেও বিনিয়োগ বাড়বে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে এও স্বীকার করে যে কৃষি আইনের শান্তিপূর্ণ বিরোধিতা একটি সমৃদ্ধ গণতন্ত্রের পরিচয়।

নতুন কৃষি আইন নিয়ে ভারতে জারি কৃষক আন্দোলনের প্রতিক্রিয়া দিয়ে আমেরিকার বিদেশ বিভাগের এক মুখপাত্র জানান, বাইডেন সরকার কৃষি ক্ষেত্রে সংশোধনের জন্য ভারত সরকারের এই পদক্ষেপের সমর্থন করছে। এই কৃষি আইন কৃষকদের জন্য বেসরকারী বিনিয়োগ এবং বৃহত্তর বাজার অ্যাক্সেসকে আকর্ষণ করবে। আমেরিকার বিদেশ মন্ত্রালয় আরও বলে, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় বাজারগুলির দক্ষতা উন্নত করতে এবং বেসরকারী খাতের বিনিয়োগকে আকৃষ্ট করতে পারে এমন পদক্ষেপগুলিকে স্বাগত জানায়।

এর আগে আইএমএফের (IMF) মুখ‌্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ বলেন, ‘ভারত সরকারের ৩ টি কৃষি আইন কৃষিতে সংস্কারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই আইন বাজারে ছড়িয়ে যেতে সাহায্য করবে কৃষকদের। কৃষকরা মান্ডির বাইরে কোনরকম কর প্রদান না করেই, তাঁদের ফসল যে কোনও জায়গায় বিক্রি করতে পারবে। এতে কৃষকদের আয় বাড়বে বলে আমি মনে করি। তবে নতুন সংস্কারের ক্ষেত্রে প্রথমে কিছু সমস্যা তৈরি হয়। এই সময় দুর্বল কৃষকদের দিকটা একটু খেয়াল দিতে হবে। সামাজিক সুরক্ষাও বাড়াতে হবে তাদের জন্য।”

IMF এর পর এবার আমেরিকার বাইডেন সরকারও ভারতের কৃষি আইনের সমর্থন করায় বেশ স্বস্তিতে কেন্দ্রের মোদী সরকার

Baisakhi Dutta

সম্পর্কিত খবর