বাংলাহান্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের একটি ড্রোন উড়িয়ে দিয়েছেন মার্কিন সেনা। ট্রাম্প দাবি করেন হেট অফ হোমরুজের কাছে ইরানের পাঠানো ড্রোন একটি নৌসেনার ভেসেলকে নিশানা করেছিল। এরপরে মার্কিন সেনাবাহিনী ওই ড্রোনটিকে নিশ্চিহ্ন করে দেয় এমনটাই দাবি ট্রাম্পের।
যদিও ইরান ট্রাম্পের এ দাবি উড়িয়ে দিয়েছেন। ইরান বলছেন তাদের কোন ড্রোন নিখোঁজ হয়নি।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন,মার্কিন জাহাজের ১০০০ গজের মধ্যে এসে গিয়েছিল ইরানের ড্রোনটি। মার্কিন সেনা ড্রোনটি কে সর্তক করলেও তারা কোন কথা শোনেননি। এরপরই মার্কিন সেনা ওই ড্রোনটিকে উড়িয়ে দিতে বাধ্য হয়।