বিশ্বের একমাত্র শহর যেখানে মোবাইল-টিভি চালানোয় রয়েছে নিষেধাজ্ঞা, ব্যান শিশুদের খেলনাও

বাংলাহান্ট ডেস্ক : সারা বিশ্বে নতুন প্রযুক্তির বিকাশ ঘটছে প্রতিনিয়ত। আজকের সময় ডিজিটাল হয়ে গেছে গোটা দুনিয়া। সবার হাতেই স্মার্টফোন। সেই সঙ্গে ঘরে ঘরে রয়েছে উন্নত প্রযুক্তির জিনিসপত্র। কিন্তু এমন সময়েও এমন একটি শহর রয়েছে যেখানে কেউ বৈদ্যুতিক পণ্য ব্যবহার করতে পারে না। মোবাইল থেকে টিভি, রেডিও সবই এই শহরের মানুষের জন্য নিষিদ্ধ। কেউ এই জিনিসগুলি ব্যবহার করতে পারবে না এবং কেউ যদি তা করতে দেখা যায় তবে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানোও হতে পারে।

কিন্তু কোথায় রয়েছে এমন শহর ?

এই শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার পোকাহন্টাস কাউন্টিতে অবস্থিত। এর নাম গ্রিন ব্যাংক সিটি। শহরের জনসংখ্যা খুবই কম। এই শহরে প্রায় ১৫০ মানুষের বসবাস। পুরো শহরে কেউ মোবাইল, টিভি বা রেডিওর মতো বৈদ্যুতিন ডিভাইস ব্যবহার করে না।

সূত্রের খবর, বিশ্বের সবচেয়ে বড় স্টিয়ারেবল রেডিও টেলিস্কোপ এই শহরেই রয়েছে। এটি গ্রীন ব্যাংক টেলিস্কোপ নামেও পরিচিত। এই টেলিস্কোপটি এত বড় যে একটি বড় ফুটবল মাঠ এটির একটি থালায় ফিট হতে পারে। এর দৈর্ঘ্য ৪৮৫ ফুট, ওজন ৭৬০০ মেট্রিক টন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এই টেলিস্কোপটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়।

Green bank telescope

জানা গিয়েছে, এই স্টিয়ারেবল রেডিও টেলিস্কোপটি ইউএস ন্যাশনাল অবজারভেটরি অফ রেডিও অ্যাস্ট্রোনমির মালিকানাধীন। এটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখান থেকে বিজ্ঞানীরা মহাকাশ থেকে পৃথিবীতে আসা তরঙ্গ নিয়ে গবেষণা করেন। এই টেলিস্কোপটি এত বড় যে এটি ১৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে মহাকাশেও সিগন্যাল ধরতে পারে। যেহেতু টিভি, রেডিও, মোবাইলের মতো সব বৈদ্যুতিন যন্ত্রপাতি থেকে নির্গত তরঙ্গ মহাকাশ থেকে আসা তরঙ্গকে প্রভাবিত করে তাই এই বৈদ্যুতিন যন্ত্রগুলিকে নিষিদ্ধ করা হয়েছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর