ইরানকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলা হান্ট ডেস্ক: গত কয়েকদিন আগে একটি মার্কিন সামরিক গ্রহণ ইরানের আকাশ সীমায় প্রবেশ করে। ইরানি সেনা সে ড্রোনটি দেখলেই সেটিকে ধ্বংস করে দেয়। ড্রোন এর সঙ্গে ইরানের আকাশসীমা লঙ্গন করেছিলো একটি মার্কিন সামরিক বিমান। ড্রোনটিকে গুলি করে উড়িয়ে দেওয়া হলেও মার্কিন ওই সামরিক বিমান কে কোন রকম ভাবে আঘাত করেনি ইরান। জানা গিয়েছে বিমানে ৩৮ জন যাত্রী ছিল। ওই বিমানটি কে ধ্বংস না করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানিয়েছেন।
94dbe images 9 5

ইরানের আইআরজিসি’র এরোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজীযাদে বলেন,’ ধ্বংস করে দেওয়া মার্কিন ড্রোনটির সাথে একটি মার্কিন পি-৮ সামরিক বিমান ছিল এবং সে বিমানে ৩৫ জন আরোহী ছিলেন ওই বিমানটিও আমাদের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল এবং আমরা সেটিকেও ধ্বংস করতে পারতাম কিন্তু আমরা তো করিনি কারণ আমরা শুধুমাত্র ড্রোনটিকে ধ্বংস করে আমেরিকাকে সতর্ক করতে চেয়েছি।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরেই ইরানকে ধন্যবাদ দেন।

সম্পর্কিত খবর