বাংলা হান্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের নানা বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।এবার মোদির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করলেন ট্রাম্প।
আমেরিকা থেকে আমদানি করা মোটরসাইকেল হার্লে ডেভিডসন এর ওপর শুল্ক কমিয়ে অর্ধেক করেছে ভারত। যেখানে আগে ১০০ শতাংশ শুল্ক নেওয়া হতো এখন নেয়া হয় ৫০ শতাংশ। এতেও মন খুশি হয় নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,” আমরা বোকা নই যে সবাই আমাদের ক্ষতি করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু কিন্তু তাদের কাজকর্ম বিশেষ সুবিধার নয়। তারা মোটরসাইকেলের ওপরে ১০০ শতাংশ ট্যাক্স বসিয়েছে।তার বদলে আমরা তাদের থেকে কিছুই নিচ্ছি না। ”
শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রিয় বন্ধু মোদিকে “শুল্কের রাজা” বলে কটাক্ষ করেন।