আমেরিকার সর্বোচ্চ আদালতে বিচারপতি হতে চলেছেন এক ভারতীয় বংশোদ্ভূত, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দেশের রাজধানীর সর্বোচ্চ আদালতে বিচারক হিসেবে এক ভারতীয় বংশোদ্ভূত বিজয় শঙ্করকে (Vijay Shankar) মনোনীত করার ঘোষণা করলেন।

যদি সেনেট বিজয় শঙ্কর মনোনীত হয়ে যান, তাহলে তিনি ডিস্ট্রিক অফ কলোম্বিয়া কোর্ট অফ অ্যাপিলে অ্যাসোসিয়েট বিচারকের পদে কাজ করবেন। এটি ওয়াশিংটন ডিসির সর্বোচ্চ আদালত।

বিজয় শঙ্কর আপাতত বিচার বিভাগের অপরাধ শাখায় বরিষ্ঠ অভিযোগ আইনজীবী আর অ্যাপিল সেকশনের উপ প্রধান পদে বহাল আছেন। ২০১২ সালে ন্যায় বিভাগের অংশ হওয়ার আগে বিজয় শঙ্কর ওয়াশিংটন ডিসি, মেয়র ব্রাউনের কার্যালয়, এলএলসি অ্যান্ড কোভিংটন অ্যান্ড ওয়ার্লিং এলএলপিতে ব্যাক্তিগত ভাবে ওকালতি করেছেন।

উনি ডিউক বিশ্ববিদ্যালয়ে বিএ ডিগ্রি হাসিল করেছেন আর ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল থেকে জেডির ডিগ্রি প্রাপ্ত করেছেন।

সম্পর্কিত খবর

X