বাংলাহান্ট ডেস্কঃ মার্কিন সত্ত্বায় আসার পর এই প্রথমবার কথা হল রাষ্ট্রপতি জো বিডেনের (joe biden) সঙ্গে চীনা রাষ্ট্রপতি শি জিনপিং-র (xi jinping)। বৃহস্পতিবার ফোন মারফত কথা হল বিডেন এবং জিনপিং-র। মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে ইন্দো-প্যাসিফিক ইস্যু সহ বিভিন্ন বিষয়ে দুই রাষ্ট্রপতির মধ্যে কথা হয়েছে বলেও জানা গিয়েছে।
ট্রাম্প শাসনকাল শেষে আমেরিকার দায়িত্বে বিডেন আশার পর থেকেই কিছুটা আশার আলো দেখেছিল চীন। ট্রাম্প জামানায় আমেরিকা চীনের মধ্যেকার সংঘাতের অবসান ঘটবে বলেও আশাবাদী ছিলেন চীনা রাষ্ট্রপতি জিনপিং। কিন্তু জিনপিং-র সেই স্বপ্ন ভঙ্গ করলেন আমেরিকার নতুন রাষ্ট্রপতি বিডেন।
ভারত চীন বিরোধের মাঝে মোদীর পাশে রয়েছেন বিডেন, এমনটাই জানা গিয়েছিল মার্কিন প্রশাসনের পক্ষ থেকে। পূর্বেই বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের কথা হয়েছিল। এমনকি আমেরিকার বিদেশমন্ত্রকের মুখপাত্র নেস প্রাইড জানিয়েছিলেন, ‘বেজিং প্রতিবেশীদের ভয় দেখাচ্ছে। আর এই পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে আমেরিকা’।
President Joe Biden, spoke today with President Xi Jinping of China. President shared his greetings with Chinese people on Lunar New Year. President affirmed his priorities of protecting American people’s security, prosperity & preserving a free and open Indo-Pacific: White House
— ANI (@ANI) February 11, 2021
এরই মধ্যে বৃহস্পতিবার ফোন মারফত কথা হল বিডেন এবং জিনপিং-র মধ্যে। হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, ফোন মারফত জিনপিংকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি বিডেন। পাশাপাশি চীনের প্রতি আমেরিকার মনোভাব স্পষ্ট করে দিয়ে জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গে সরব হয়েছিলেন জো বিডেন।
সেইসঙ্গে তাদের মধ্যে ইন্দো-প্যাসিফিক অঞ্চল, হংকং ও তাইওয়ান প্রসঙ্গেও কথা হয়। এমনকি অর্থনীতিকে হাতিয়ার বেজিং যে প্রতিবেশীদের উপর দাদাগিরি দেখাচ্ছে, সেবিষয়েও কড়া প্রতিক্রিয়া দেন রাষ্ট্রপতি বিডেন।