বাংলা হান্ট ডেস্ক: শেষমেষ ভারতকে সশস্ত্র ড্রোন বিক্রির প্রস্তাবে রাজি হল ট্রাম্প প্রশাসন। এমনকি ‘সংহত বায়ু ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ দেওয়ার প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি কে। চীনের শক্তি বৃদ্ধিতে শঙ্কিত হয়ে রয়েছে আমেরিকা তাই ভারতের সামরিক ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করছেন ট্রাম্প প্রশাসন।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক শক্তি বৃদ্ধি চিন্তায় ফেলছে ট্রাম্প প্রশাসন কে তাই ভারতের হাতে অত্যাধুনিক সমরাস্ত্র দিতে চাইছেন তারা।এই সশস্ত্র ড্রোন কিনতে ভারতের খরচ হবে প্রায় ২৫০ কোটি ডলার।
হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, “আমরা চাই ভারত আমাদের সেরা প্রযুক্তি পাক।তাকে তাতে ওদের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত হবে পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরের এলাকায় আরও বেশি অঞ্চল জুড়ে নিরাপত্তা দিতে পারবে।”