বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি ক্রিস পি সিংয়ের সংস্থা পরমাণু চুল্লি তৈরি করবে ভারতে (India)। ভারত-মার্কিন অসামরিক পরমাণু চুক্তির অংশ হিসেবে গত ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এনার্জি (ডিওই) ক্রিস পি সিংয়ের সংস্থা হলটেক ইন্টারন্যাশনালকে এই ঐতিহাসিক অনুমোদন দিয়েছে।
ভারতে (India) তৈরি হবে পরমাণু চুল্লি:
হলটেক এশিয়া, টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড – এই ৩টি ভারতীয় সংস্থাকে অপ্রশিক্ষিত ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর) প্রযুক্তি হস্তান্তর করবে মার্কিন সংস্থা হলটেক ইন্টারন্যাশনাল। হলটেক ইন্টারন্যাশনালের কর্ণধার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি ক্রিস পি সিং ২০১০ সালে পুণেতে একটি ইঞ্জিনিয়ারিং ইউনিট এবং গুজরাটে একটি উৎপাদন ইউনিট স্থাপন করেন।
আরও পড়ুন : তৃণমূলে যোগ দিয়েই, সরকারি পদ পাচ্ছেন জন বারলা?
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পপতির সংস্থাই এবার ভারতে (India) পরমাণু চুল্লি নির্মাণ ও নকশা প্রণয়নের কাজ করতে চলেছে। ২০০৫ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং ও মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লু বুশ ভারত-মার্কিন অসামরিক পারমাণবিক সহযোগিতার লক্ষ্যে একাধিক পরিকল্পনা গ্রহণ করেন। ২০০৮ সালে অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। তবে বিশেষ কিছু নিয়ন্ত্রক বিধি-নিষেধের কারণে মার্কিন পরমাণু চুল্লি হস্তান্তর করা যায়নি ভারতের কাছে।
আরও পড়ুন : দীর্ঘদিনের স্বপ্নপূরণ! বাঁকুড়া থেকে হাওড়ার যাত্রাপথ হ্রাস, সুখবর দিলেন সাংসদ সৌমিত্র খাঁ
দীর্ঘদিন পর সেই জটিলতা কেটে গিয়ে দেখা দিয়েছে আশার আলো। অবশেষে মার্কিন সংস্থা হলটেক ইন্টারন্যাশনাল ভারতে (India) পরমাণু রিঅ্যাক্টর তৈরির অনুমোদন পেয়েছে। আমেরিকার ছাড়পত্রের পর হলটেক ইন্টারন্যাশনাল ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর) প্রযুক্তি সরবরাহ করবে ভারতে। আগামী দিনে ভারতের বিকাশের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে নিরাপদ ও কার্যকরী পারমাণবিক চুল্লি।
যুক্তরাষ্ট্রের শক্তি বিভাগের অ্যাডভান্সড রিঅ্যাক্টর ডেমোনস্ট্রেশন প্রোগ্রাম দ্বারা অনুমোদিত হলটেকের এসএমআর-৩০০ ডিজাইনটি। আগামী দিনে এই উদ্যোগ অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে ছোট রিঅ্যাক্টর নির্মাণের ক্ষেত্রে। ইতিমধ্যেই ভারতের (India) গুজরাটে একটি অ-পারমাণবিক উৎপাদন ইউনিট রয়েছে হলটেকের। অনেকেই বলছেন, প্রস্তাবিত পরিকল্পনা যদি অনুমোদন পায় তাহলে আগামী দিনে গুজরাটের ইউনিটে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেতে পারে দ্বিগুণ।