বাংলাহান্ট ডেস্ক : এবার বিতর্কের কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁকে মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন করার এক সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন তিনি। ঘটনায় তীব্র শোরগোল সেদেশে। ঘটনার জেরে ক্ষমা চাইতে হতে পারে প্রেসিডেন্টকে।
একটি সাংবাদিক সম্মেলন চলাকালীন জো বাইডেনকে মুদ্রাস্ফীতি সম্পর্কে প্রশ্ন করেন এক সাংবাদিক। আকস্মিক এই প্রশ্নে কিছুটা অস্বস্তিতে পরলেও পরক্ষণেই অত্যন্ত অশ্লীল ভাষা ব্যবহার করতে দেখা যায় তাঁকে। এই ঘটনার ভিডিও সামনে আসতেই তীব্র শোরগোল পড়ে যায় মার্কিন মুলুকে। যদিও ব্যাপারটি নিয়ে মুখ খুলতে নারাজ হোয়াইট হাউস।
সাংবাদিক সম্মেলন চলাকালীন ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুকি প্রেসিডেন্ট কে প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয় মুদ্রাস্ফীতি আপনার জন্য রাজনৈতিক প্রতিকুলতা তৈরি করতে পারে?’, এর উত্তরে প্রথমে বাইডেন জানান, ‘না এটা কোনো সমস্যাই নয়, তার চেয়েও বড় অ্যাসেট আরও বেশি মুদ্রাস্ফীতি’। এরপরই কটুক্তি করতে শোনা যায় তাঁকে। ওই সাংবাদিককে লেখার অযোগ্য ভাষাতে সম্বোধন করেন তিনি। বাইডেন হয়ত খেয়াল করেননি যে তাঁর মাইকটি চালু রয়েছে। তাই কটুক্তিটি অস্ফুটে করলেও তা শুনতে পেয়ে যান সকলেই।
#WATCH | US President Joe Biden appeared to be caught on a hot mic after a journalist asked him a question related to inflation at the end of his press conference
(Video Courtesy: C-Span) pic.twitter.com/ZJCP7X3QZS
— ANI (@ANI) January 25, 2022
এদিনের এই সম্মেলনে শোরগোলের কারণে প্রেসিডেন্ট কী বলছেন তা কিছুই শোনা যাচ্ছিল না। কক্ষ থেকে বের হওয়ার সময় চিৎকার করতে দেখা যায় ডুকিকেও। সব মিলিয়েই মেজাজ হারান প্রেসিডেন্ট।
ঘটনাটির পর ওই সাংবাদিক প্রেসিডেন্টকে বিঁধেই বলেন, ‘তাঁর কথার ফ্যাক্ট চেক করেনি কেউ। এখনও কেউ বলেনি কথাটা সত্য নয়’। উল্লেখ্য, গত সপ্তাতেও পিটার ডুকির সঙ্গে ঝামেলা লাগে বাইডেনের। প্রশ্ন নিয়ে ওই সাংবাদিককে টিপ্পনী করেছিলেন প্রসিডেন্ট। এর মাঝেই এই কটাক্ষের জেরে এবার অন্যদিকে মোড় নিল ঘটনা। এর জেরে প্রেসিডেন্টকে ক্ষমা চাইতেও হতে পারে বলেই ধারণা করছেন পপর্যবেক্ষক মহল।