বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ব্যাঙ্ক হল HDFC ব্যাঙ্ক (HDFC Bank)। ইতিমধ্যেই ওই ব্যাঙ্ক গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরণের কার্ড ইস্যু করে। এমতাবস্থায়, আপনি যদি Amazon কিংবা Flipkart থেকে কেনাকাটা করেন অথবা Zomato বা Swiggy-র মাধ্যমে খাবার অর্ডার করেন, সেক্ষেত্রে HDFC ব্যাঙ্কের মিলেনিয়া ক্রেডিট কার্ড (HDFC Bank Millennia Credit Card) আপনার জন্য একটি দুর্দান্ত কার্ড প্রমাণিত হতে পারে।
মূলত, এটি একটি ক্যাশব্যাক ক্রেডিট কার্ড। পাশাপাশি, এই কার্ডটিতে কন্ট্যাক্টলেস টেকনোলজি উপলব্ধ রয়েছে। যা গ্রাহকদের “ট্যাপ অ্যান্ড পে”-এর সুবিধাও প্রদান করে। অর্থাৎ, এর মানে হল, আপনি কার্ড সোয়াইপ না করেই POS মেশিনে ট্যাপ করে পেমেন্ট করতে পারবেন।
মিলেনিয়া ক্রেডিট কার্ডের ফিচার্স:
১. আপনি এই ক্রেডিট কার্ডের মাধ্যমে Amazon, Flipkart, BookMyShow, Cult.fit, Myntra, Sony LIV, Swiggy, Tata CLiQ, Uber এবং Zomato-র মত অ্যাপগুলিতে খরচের ক্ষেত্রে ৫ শতাংশ ক্যাশব্যাক পয়েন্ট পাবেন। এই ক্যাটাগরিতে, প্রতিটি বিলিং সাইকেলে সর্বাধিক ১,০০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে।
২. ফুয়েল, রেন্ট পেমেন্ট, সরকারি পেমেন্ট ব্যতীত অন্য যেকোনো খরচে আপনি ১ শতাংশ ক্যাশব্যাক পয়েন্ট পাবেন। এই ক্যাটাগরিতেও, প্রতিটি বিলিং সাইকেলে সর্বাধিক ১,০০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে।
৩. পাশাপাশি, এই কার্ড হোল্ডাররা বছরে ৮ বার কমপ্লিমেন্টারি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জে অ্যাক্সেস করতে পারেন। তবে, মাথায় রাখতে হবে যে, এই কার্ডের মাধ্যমে কমপ্লিমেন্টারি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জে একটি ত্রৈমাসিকে সর্বোচ্চ ২ বার অ্যাক্সেস করার সুবিধা মিলবে।
৪. এদিকে, একটি ক্যালেন্ডার ত্রৈমাসিকে ১ লক্ষ টাকা খরচ করলে, কার্ড হোল্ডারকে ১,০০০ টাকার একটি গিফট কার্ড দেওয়া হয়।
৫. পাশাপাশি, এই কার্ড দিয়ে পেট্রোল পাম্পে ৪০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত তেল কেনার ক্ষেত্রে ১ শতাংশ ফুয়েল সারচার্জ দিতে হয় না। এছাড়াও, একটি বিলিং সাইকেলে সর্বাধিক ২৫০ টাকা পর্যন্ত ফুয়েল সারচার্জ মকুব করা যেতে পারে।
মিলেনিয়া ক্রেডিট কার্ডের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:
১. বেতনভুক্ত বা সেল্ফ-এমপ্লয়েড ব্যক্তিরা এই কার্ড নিতে পারেন।
২. এই কার্ড নেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে হবে।
৩. মাসে কমপক্ষে ৩৫ হাজার টাকা গ্রস বেতন পাওয়া চাকুরিজীবীরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
৪. ৬ লক্ষ টাকার বেশি বার্ষিক আয় সহ সেল্ফ-এমপ্লয়েড ব্যক্তিরা এই কার্ডের জন্য আবেদন করতে পারেন।