এখন আমি ‘হরে কৃষ্ণ হরে রাম” গাইতে ভয় পাই! নির্বাচনের আবহাওয়ায় বিস্ফোরক মন্তব্য ঊষা উত্থুপের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে এখন চারিদিকে নির্বাচনী প্রচার চলছে। আর দিন সাতেকের মধ্যেই হয়ত রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। সাথে সাথে লাগু হলে আদর্শ নির্বাচন বিধি। নির্বাচন ঘোষণার আগে রাজ্যের শাসক থেকে বিরোধী সমস্ত দলগুলোই কোমর বেঁধে নেমে পড়েছে প্রচারে। কেউ বনধ ডাকছে, কেউ দল ভাঙাচ্ছে, আবার ক্ষমতায় টিকে থাকতে করা হচ্ছে বড়বড় ঘোষণা। এবারের নির্বাচন যে এক আলাদা স্বাদের হবে, সেটা বর্তমান পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে।

কেন্দ্র থেকে একের পর এক বিজেপির নেতারা রাজ্যে এসে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। আরেকদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো উত্তরবঙ্গ আবার কখনো দক্ষিণবঙ্গে প্রচারে যাচ্ছেন। রাজ্যে রাজনৈতিক উত্তাপের পারদ এখন তুঙ্গে। আর আজ আবার শাসক দলের এক সাংসদ দল এবং নিজের পদ থেকে ইস্তফা দিয়ে রাজনৈতিক উত্তাপের পারদ আরও চড়িয়েছেন।

এত কিছুর মধ্যে রাজ্যের এক বিখ্যাত গায়িকার করা একটি মন্তব্য এখন অনেক কিছুর দিকে ইশারা করছে। কলকাতায় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের আলোচনা চক্রে যোগ দেন গায়িক ঊষা উত্থুপ। সেখানে তিনি নিজের জীবনী, ওনার পরিবার, ওনার ক্যারিয়ার সম্পর্কে অনেক কিছুই বলেন। তিনি এও বলেন যে, আমি মিঠুন চক্রবর্তীর জন্যও গান গেয়েছি। আমিই হয়ত একমাত্র মহিলা গায়িকা, যিনি কোনও অভিনেতার হয়ে গান গেয়েছি।

কথায় কথায় ঊষা উত্থুপ বলেন, এখন আমি ‘হরে কৃষ্ণ হরে রাম” গান গাইতে ভয় পাই। বলে রাখি রাজ্যে নির্বাচনের প্রস্তুতির মধ্যে ‘রাম” নামও ঢুকে পড়েছে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন ‘জয় শ্রী রাম” শুনলেই রেগে উঠছেন। রাজ্যের শাসক দলের কিছু নেতা বলছেন এই স্লোগান নিষিদ্ধ করতে আদালতে যাবেন। তেমনই আরেকদিকে, বিজেপিও ‘জয় শ্রী রাম” স্লোগান দিয়েই এই নির্বাচনে বৈতরণী পার করতে চাইছে। তবে ঊষা উত্থুপের এই উক্তির পিছনে কোনও রাজনৈতিক কারণ আছে কিনা, সেটা জানা সম্ভব হয়নি।

Baisakhi Dutta

সম্পর্কিত খবর