‘বুঝতে পেরে একটু অস্বস্তিতে পড়ে যাই!’ নাইট ক্লাবের সেই ঘটনা আজও ভোলেননি ঊষা উত্থুপ

বাংলা হান্ট ডেস্ক : ঊষা উত্থুপ (Usha Uthup) মানেই  ভারতীয় সংগীত জগতের (Indiaan Music) এক উজ্জ্বল নক্ষত্র। তিনি হলেন আমাদের দেশের প্রথম মহিলা পপ তারকা। তাঁর গানে ,  আজও কোমর দোলান আট থেকে আশি সকলেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঊষা উত্থুপ উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট গান। বাংলার প্রতি বিশেষ করে কলকাতার (Kolkata) প্রতি ঊষা উত্থুপের (Usha Uthup) টানটা বরাবরই একটু বেশি।

কলকাতার নাইট ক্লাবের অভিজ্ঞতা আজও ভোলেননি ঊষা উত্থুপ (Usha Uthup)

জন্মগতভাবে বাঙালি না হলেও, সেই কবেই যেন বাংলার সাথে আত্মার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে তাঁর (Usha Uthup)। কলকাতার প্রতি অগাধ  ভালোবাসা থেকেই সবসময় কপালে পরে থাকেন ‘ক’ লেখা বড় টিপ। শুধু তাই নয়, তাঁর (Usha Uthup) গাওয়া  ‘কলকাতা-কলকাতা’ গান আজও মন্ত্রমুগ্ধের মতো শোনেন সঙ্গীত প্রেমীরা। অনেকেই হয়তো জানেন না সঙ্গীতশিল্পী হিসাবে ঊষা উত্থুপের গানের কেরিয়ার শুরু হয়েছিল কলকাতা থেকেই।

   

পার্ক স্ট্রিটের ট্রিঙ্কাস ক্লাবে সেসময় প্রথম গান গেয়েছিলেন তিনি। আর আজ তিনিই দেশের অন্যতম সফল গায়িকা। কিন্তু এই জায়গাটা অর্জন করার জন্য একটা সময় তাঁকেও পেরোতে হয়েছিল একাধিক চড়াই উতরাই। সম্প্রতি মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঊষা উত্থুপ তুলে ধরেছিলেন তাঁর কেরিয়ারের শুরুর দিনগুলির কথা।

সেখানে গায়িকা জানিয়েছেন প্রথমবার তিনি যখন নাইট ক্লাবে গান গাইতে উঠেছিলেন তখন সেখানকার নায়িকাদের মত সাজ পোশাক ছিল না তাঁর। যার ফলে দর্শক আসনে উপস্থিত কয়েক জোড়া চোখ যখন তাঁর দিকে অদ্ভুত ভাবে সন্দেহের দৃষ্টিতে তাকাতে শুরু করেছিল তখন তিনি নাকি বেশ অস্বস্তিতেই পড়ে গিয়েছিলেন।

আরও পড়ুন :  সম্পর্কে থেকেও বিয়েতে ‘না’ দেবের, ‘কেউ এত ব্যস্ত হতে পারে না’! বেফাঁস রুক্মিণী

তবে শেষ পর্যন্ত নিজের উপর আত্মবিশ্বাস থেকেই মনের জোর এনেছিলেন গায়িকা, গাইতে শুরু করেছিলেন গান।  আর সেই গান শুনেই একেবারে শুরু থেকেই গানের তালে নেচে ওঠেন উপস্থিত সকলে। সেদিন তিনি বুঝতে পেরেছিলেন যে একজন শিল্পীকে তাঁর সাজ পোশাক কোন কিছুই কোনোদিন আটকে রাখতে পারে না।

Usha Uthup

সদ্য জুলাই মাসেই স্বামীহারা হয়েছেন গায়িকা। দীর্ঘদিনের গানের কেরিয়ারে হোক কিংবা জীবনের নানান চড়াই-উৎরাই তাঁকে সারাক্ষণ বটবৃক্ষের মতো আগলে রেখেছিলেন স্বামী জানি চাকোর উত্থুপ। ভালবেসেই বিয়ে করেছিলেন তাঁরা। স্বামীর মৃত্যুর পর থেকেই মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন ঊষা উত্থুপ। তবে জানা যাচ্ছে এখন আবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন গায়িকা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর