উষসীর যোগাসন দেখে অশ্লীল মন্তব্যের ঝড়, সপাট জবাবে ধুয়ে দিলেন অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ট্রোলের নামে তারকাদের হেনস্থা করাটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। অনেক সময়েই সেটা শালীনতার সীমাও অতিক্রম করে গিয়েছে। রীতিমতো অশ্লীল ভাবে আক্রমণ করা হয়েছে তারকাদের, অভিনেত্রী গায়িকা নির্বিশেষে। এবার একই পরিস্থিতিতে পড়লেন অভিনেত্রী উষসী চক্রবর্তী (Ushashi Chakraborty)।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। যোগাসন করার সময়ে নিজেকে লেন্সবন্দি করেন তিনি। কর্ণপিডাসনের ছবি শেয়ার করেছিলেন উষসী। কিন্তু সেই ছবির জন্য যে এমন সব মন্তব্যের খোঁচা খেতে হবে তা ভাবতে পারেননি তিনি। তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে কটাক্ষ থেকে শুরু করে যৌন ইঙ্গিত পূর্ণ মন্তব্যও উড়ে এসেছে কমেন্ট বক্সে।

শরীরচর্চা নিয়ে বরাবরই সচেতন থাকেন উষসী। তবে জিমে গিয়ে ঘাম ঝরানোর চেয়ে যোগাসনেই তাঁর আস্থা বেশি। কঠিন থেকে কঠিনতর যোগাসন তিনি করে ফেলেন চুটকিতে। তেমনি কর্ণপীডাসনের ছবিও শেয়ার করেছিলেন উষসী। কিন্তু তীর্যক মন্তব্যের ঝড়ে তিনি কার্যত হতভম্ব এবং ক্ষুব্ধ।

যৌন ইঙ্গিত পূর্ণ মন্তব্যের পাশাপাশি অনেকে তাঁর রাজনৈতিক মতামত নিয়েও কটাক্ষ শানাতে ছাড়েননি। কেউ লিখেছেন, সিপিএমও ঠিক এইভাবেই উলটেছে। কেউ কেউ আবার আসন দেখে উষসীর মাথা কোথায় সেটাই খুঁজে পাচ্ছেন না। কিন্তু মন্তব্যগুলি দেখে অভিনেত্রীর কী বক্তব্য?

ushashi

ট্রোলের ভয়ে পিছিয়ে যাওয়ার মানুষ নন উষসী। ওই আসনের ছবি আবারো শেয়ার করে তিনি পালটা জবাব দিয়েছেন নিন্দুকদের। উষসীর কটাক্ষ, তাঁর কর্ণপীডাসন দেখে অনেক কুরুচিকর মানসিকতার পুরুষের যৌন চাহিদা উসকে উঠেছে। এদের হয়তো সত্যিই যৌনতার খিদে রয়েছে বা এরা এমন পরিবেশে বড় হয়েছে যেখানে মহিলাদের অসম্মান করাটা খুব স্বাভাবিক ব্যাপার।

উষসী আরো লিখেছেন, তাঁর ফিটনেস দেখে কারোর যদি যৌন চাহিদা প্রকাশ পায় তাতে তাঁর বিশেষ আপত্তি নেই। কিন্তু সেটা যেভাবে প্রকাশ করা হয়েছে তাতে এইসব লোকজনেরই শিক্ষার অভাবটা স্পষ্ট হচ্ছে। সঙ্গে তিনি এও জানাতে ভোলেননি, এই কর্ণপীডাসন কতটা শরীরের জন্য উপকারী। এতে মেরুদণ্ডের সমস্য, হজমের সমস্যা এমনকি অবসাদও দূর হয়। নিন্দুকদের মুখের উপরে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি, এমন কঠিন কঠিন আসন আরো করে দেখাবেন। নিন্দুকরা চুলোয় যাক!

সম্পর্কিত খবর

X