আকাশ ছুঁয়েছে জনপ্রিয়তা, সিরিয়াল থেকে দূরে থেকেও সবথেকে পছন্দের অভিনেত্রী ঊষসী

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের জগতে ঊষসী রায় (ushasi ray) অন‍্যতম জনপ্রিয় নাম। খুব বেশিদিন হয়নি অভিনয় জগতে এসেছেন তিনি। এমনকি ঝুলিতেও রয়েছে মাত্র চারটি সিরিয়াল। তাও ইতিমধ‍্যেই তুমুল জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন ঊষসী। ডেবিউ সিরিয়াল মিলন তিথি ও তারপর বকুল কথা দুটোই সুপারহিট। কাদম্বিনী বেশিদিন না চললেও এই সিরিয়ালেও অভিনয় দিয়ে দর্শক মনে ছাপ ফেলেন ঊষসী।

কাদম্বিনী শেষ হওয়ার পর এখনো নতুন কোনো সিরিয়ালে দেখা যায়নি তাঁকে। টেলিভিশনে কিছু অনুষ্ঠানে সঞ্চালনা, ওয়েব সিরিজ ও ফটোশুটেই নিজেকে ব‍্যস্থ রেখেছেন ঊষসী। কিন্তু তিনিই পেলেন সেরার সেরা সম্মান। ক‍্যালকাটা টাইমসের ‘মোস্ট ডিসায়ারেবল ওমেন অন টিভি ২০২০’র (most desirable women on tv 2020) সেরা হয়েছেন ঊষসী। এখন মেগা থেকে দূরে থাকলেও তিনিই দর্শকদের সবথেকে বেশি কাম‍্য।

IMG 20210523 151603
এমন অনন‍্য সম্মান পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত পর্দার বকুল। তবে তিনি যে এই শিরোপা পাবেন তা ভাবতে পারেননি। আজ যে জায়গায় তিনি দাঁড়িয়ে রয়েছেন তার সম্পূর্ণ কৃতিত্ব নিজের বাবা মাকে দেন ঊষসী। লড়াইটা সহজ ছিল না। এই স্থানে পৌঁছতে যথেষ্ট মেহনত করতে হয়েছে তাঁকে। তাঁর মতে, কাজের প্রতি তাঁর সততা, নিয়মানুবর্তিতার জন‍্যই দর্শকরা তাঁকে এত পছন্দ করেন।

https://www.instagram.com/p/CPLZWWqH5p4/?utm_medium=copy_link

নিজের পছন্দের পুরুষের ব‍্যাপারেও এদিন খুল্লমখুল্লা আলোচনা করেন অভিনেত্রী। বুদ্ধিমত্তা ও কৌতুক, এই দুটো গুন নিজের জীবনসঙ্গীর মধ‍্যে চান তিনি‌। অপরজন কীভাবে কথা বলছে, তাঁকে হাসাতে পারছে কিনা এসব কিছুই লক্ষ‍্য করেন ঊষসী। এমনি একজন জীবনসঙ্গীর সন্ধানে রয়েছেন তিনি। এখনো কোনো মনের মানুষের খোঁজ পাননি তিনি। তাই কেরিয়ারেই মনোযোগ দিয়েছেন ঊষসী।

প্রসঙ্গত, এখনি মেগা সিরিয়ালে ফিরবেন কিনা সেই বিষয়ে কিছু জানাননি ঊষসী স্পষ্ট করে। কাজের বিষয়ে কথাবার্তা হয়েছে, এই পর্যন্ত। তবে চূড়ান্ত এখনো কিছুই হয়নি বলে জানান ঊষসী।

https://www.instagram.com/p/COaW6SsnpF8/?utm_medium=copy_link

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, টেলিভিশন তাঁর কমফোর্ট জোন। তবে দু বছর ধরে একই চরিত্র করার মধ‍্যে কোনো চ‍্যালেঞ্জ খুঁজে পান না তিনি। আপাতত ওয়েব দুনিয়ায় মন মজেছে ঊষসীর। ইতিমধ‍্যেই কিছু কাজ করে ফেলেছেন তিনি ওয়েব সিরিজে।

Niranjana Nag

সম্পর্কিত খবর