অনেক হয়েছে মেগা সিরিয়াল, চেনা ছক ভেঙে নতুন ভাবে নিজেকে গড়ছেন ঊষসী

বাংলাহান্ট ডেস্ক: পরপর কয়েকটি মেগা সিরিয়ালে অভিনয় করে এখন একটু ভিন্ন স্বাদের সন্ধানে ঊষসী রায় (ushasi ray)। শেষবার কাদম্বিনী সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু টিআরপি কম হওয়ায় আচমকাই বন্ধ হয়ে যায় সিরিয়ালটি। তারপরেই লম্বা বিরতিতে চলে গিয়েছেন ঊষসী।

অবশ‍্য টেলিভিশন থেকে সম্পূর্ণ সরিয়ে তিনি নেননি নিজেকে। জি বাংলার রান্নাঘরে কিছুদিন সঞ্চালনার কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এখনি মেগা সিরিয়ালে ফিরবেন কিনা। সেই বিষয়ে কিছু জানাননি তিনি স্পষ্ট করে। কাজের বিষয়ে কথাবার্তা হয়েছে, এই পর্যন্ত। তবে চূড়ান্ত এখনো কিছুই হয়নি বলে জানান ঊষসী।

IMG 20210521 163411
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, টেলিভিশন তাঁর কমফোর্ট জোন। তবে দু বছর ধরে একই চরিত্র করার মধ‍্যে কোনো চ‍্যালেঞ্জ খুঁজে পান না তিনি। আপাতত ওয়েব দুনিয়ায় মন মজেছে ঊষসীর। ইতিমধ‍্যেই কিছু কাজ করে ফেলেছেন তিনি ওয়েব সিরিজে।

https://www.instagram.com/p/COuJmRdHbvR/?utm_medium=copy_link

সেই সঙ্গে লকডাউনে বাড়িতে বসে শরীরচর্চার দিকেও মন দিয়েছেন অভিনেত্রী। তাঁর সাম্প্রতিক ছবিগুলিতে এই ওয়ার্কআউটের ছাপও বেশ স্পষ্ট দেখা গিয়েছে। অতিরিক্ত মেদ ঝড়িয়ে একেবারে টোনড ফিগারে হাজির ঊষসী। তবে অভিনেত্রী বলেন, শরীরচর্চার থেকে ফটোসেশনই বেশি হয়। যদিও আর্থাইটিসের সমস‍্যার কারণে শরীরচর্চার মধ‍্যেই থাকতে হয় ঊষসীকে।

https://www.instagram.com/p/CPH3me8nbCn/?utm_medium=copy_link

সম্প্রতি দিদি নাম্বার ওয়ান এর বৈশাখী বাম্পার এপিসোডে প্রতিযোগী হিসাবে এসেছিলেন ঊষসী। সেখানেই রচনা ব‍্যানার্জির প্রশ্নবাণের সম্মুখীন হতে হয় তাঁকে। বাস্তব জীবনে ঊষসী কি সিঙ্গেল নাকি তাঁর কোনো মনের মানুষ রয়েছে? এই প্রশ্নের উত্তর চান অভিনেত্রীর সব অনুরাগীরাই। তাই দিদি নাম্বার ওয়ানেই ঊষসীকে পাকরাও করেন রচনা।

https://www.instagram.com/p/CNjeKXhnUWn/?utm_medium=copy_link

অপরদিকে লাজুক লাজুক মুখে ঊষসীর উত্তর, তাঁর মনের মানুষ এখানে থাকে না। অনেক দূরে থাকে। কিন্তু ছাড়ার পাত্রী নন রচনা। তিনি পালটা প্রশ্ন করেন, কে সে যে সাত সমুদ্র তেরো নদীর পারে থাকে। এদিকে শোয়ের অপর প্রতিযোগী অলিভিয়া, কাঞ্চনারা বলে বসেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেম করছেন ঊষসী।

আসলে পুরোটা ঘটনাটাই মজার ছলে ঘটানো হয়েছে। এই মুহূর্তে নিজের কেরিয়ারেই মনোযোগ দিতে চান বলে জানিয়েছিলেন ঊষসী। উপরন্তু এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এখনো কোনো মনের মানুষের খোঁজ পাননি তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর