যোগ‍্য সম্মান পেলেন উষসী, ‘শ্রীময়ী’ ইন্দ্রাণীকে সঙ্গী করে ওয়েব সিরিজে পা রাখছেন ‘জুন আন্টি’

বাংলাহান্ট ডেস্ক: এত বছর ধরে এত ভাল ভাল কাজ করছেন, তবুও ওয়েব সিরিজে ডাক পান না। আক্ষেপ করে বলেছিলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। অবশেষে যোগ‍্য সম্মান, ভাল চরিত্র পেলেন জুন আন্টি। ডিজিটাল দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। সঙ্গে আবার ‘শ্রীময়ী’ ইন্দ্রাণী হালদার (Indrani Halder)।

ইন্দ্রনীল রায়চৌধুরীর পরিচালনায় ‘ছোটলোক’ নামের ওয়েব সিরিজে নাকি অভিনয় করতে চলেছেন ইন্দ্রাণী আর উষসী। সূত্রের খবর, সিরিজে রাজনৈতিক ষড়যন্ত্র আর রহস‍্যের জমাটি মেলবন্ধন থাকছে। এক যুবতীর রহস‍্য মৃত‍্যুর সঙ্গে নাম জড়িয়ে যাবে এক রাজনীতিবিদের ছেলের। রাজনৈতিক নেত্রীর ভূমিকায় দেখা যাবে ইন্দ্রাণীকে। আর তাঁর ছেলের চরিত্রে অভিনয় করবেন গৌরব চক্রবর্তী।

Ushasie Chakraborty as June to feature in Sreemoyee 1024x576 1
রহ‍স‍্য মৃত‍্যুর তদন্তে নামবেন পুলিস অফিসার দামিনী বসু। আর তদন্ত শুরু হতেই জল ক্রমশ ঘোলা হতে থাকবে। চার্টার্ড অ্যাকাউন্ট‍্যান্ট চরিত্রে উষসী চক্রবর্তীর পাশাপাশি সিরিজে ঊষসী রায়কেও দেখা যেতে পারে বলে খবর। থাকছেন আরো এক অভিনেত্রীও।

শ্রীময়ী শেষ হওয়ার পর বড়পর্দার কাজ শুরু করেছিলেন ইন্দ্রাণী। তাঁরও এটা প্রথম ওয়েব সিরিজ। আর ডেবিউ সিরিজেই ধূসর চরিত্রে অভিনয় করবেন। রহস‍্য জিইয়ে রেখে জানিয়েছেন, তাঁর অভিনয়ে হয়তো কোনো রাজনীতিবিদের ছায়াও দেখা যেতে পারে।

একসঙ্গে টেলিভিশনের পর্দায় ঝড় তুলেছিলেন শ্রীময়ী জুন আন্টি। ঘোরতর শত্রু হিসাবে দেখা গিয়েছিল দুজনকে। সিরিজে ইন্দ্রাণী তো ধূসর চরিত্রে। আর উষসী? তিনি কি এখানেও ইন্দ্রাণীর বিপক্ষে? সে ব‍্যাপারে অবশ‍্য দুজনের কেউই মুখ খোলেননি

কিছুদিন আগে উষসী জানিয়েছিলেন, জুন আন্টি চরিত্রে অভিনয়ের পরেও আশানুরূপ প্রস্তাব পাননি উষসী। এই ইন্ডাস্ট্রি আশাহত করেছে তাঁকে। স্বাভাবিক ভাবেই জুন আন্টির জনপ্রিয়তা দেখার পর তিনি ভেবেছিলেন, বড়পর্দা এবং ডিজিটাল প্ল‍্যাটফর্ম থেকে বেশি বেশি সুযোগ আসবে।

একেবারেই যে আসেনি তা নয়। তবে তিনি যা ভেবেছিলেন সে তুলনায় অনেক কম এসেছে। সেটার কারণ হিসাবে এক বিষ্ফোরক তথ‍্য দিয়েছেন উষসী। সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিতে যে লবি আছে সেটা স্বীকার করে তিনি বলেন, এখন কার ইনস্টাগ্রামে কত অনুগামী, পিআর এসব দিয়ে যোগ‍্যতা বিচার হয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর