কার কত ফলোয়ার তাই দিয়ে যোগ‍্যতার বিচার, ‘জুন আন্টি’র মতো চরিত্র করেও ওয়েব সিরিজে ডাক পাননা উষসী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দা, বড়পর্দা দুদিকেই নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন উষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। তবে তাঁকে আলাদা জনপ্রিয়তা দিয়েছে ‘জুন আন্টি’ (Jun Aunty)। ‘শ্রীময়ী’ সিরিয়ালের খলনায়িকার চরিত্রটি দীর্ঘদিন পর্যন্ত মনে থেকে যাবে দর্শকদের। গা জ্বালানো মুখভঙ্গি আর সংলাপে রাতারাতি লাইমলাইটে চলে এসেছিল চরিত্রটি। সিরিয়ালের শেষ পর্যন্ত ছিল সেই জনপ্রিয়তা।

অথচ এমন সফল একটি চরিত্রে অভিনয়ের পরেও আশানুরূপ প্রস্তাব পাননি উষসী। এই ইন্ডাস্ট্রি আশাহত করেছে তাঁকে। স্বাভাবিক ভাবেই জুন আন্টির জনপ্রিয়তা দেখার পর তিনি ভেবেছিলেন, বড়পর্দা এবং ডিজিটাল প্ল‍্যাটফর্ম থেকে বেশি বেশি সুযোগ আসবে।


একেবারেই যে আসেনি তা নয়। তবে তিনি যা ভেবেছিলেন সে তুলনায় অনেক কম এসেছে। সেটার কারণ হিসাবে এক বিষ্ফোরক তথ‍্য দিয়েছেন উষসী। সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিতে যে লবি আছে সেটা স্বীকার করে তিনি বলেন, এখন কার ইনস্টাগ্রামে কত অনুগামী, পিআর এসব দিয়ে যোগ‍্যতা বিচার হয়।

তাঁর ইনস্টাগ্রামে খুব বেশি অনুগামী নেই। তাই এত বছর কাজ করার পরেও উষসীকে শুনতে হয়েছে, টেলিভিশনে ভাল অভিনয় করেন ঠিকই। OTT তে পারবেন তো? তাঁর চেয়ে বয়সে এবং অভিজ্ঞতায় অনেক ছোট অভিনেত্রীরা ইতিমধ‍্যেই টেলিভিশন থেকে ওয়েব সিরিজে সুযোগ পেয়ে গিয়েছেন।

কিন্তু সে জন‍্য মনে কোনো হিংসা নেই উষসীর। নিজের জুনিয়রদের উজ্জ্বল ভবিষ‍্যৎ কামনা করেছেন তিনি। উষসীর প্রশ্ন, পরিচালক প্রযোজকদের জন‍্য। ভাল সুযোগের আশা করেছিলেন। সেটা নিজের যোগ‍্যতার বিচার করেই। কিন্তু কেন এল না সেই উত্তর পাননি অভিনেত্রী।

তবে তাঁর কাছে ছোটপর্দা থেকে অনেক প্রস্তাব এসেছে। তিনটি নামী চ‍্যানেল থেকে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান উষসী। তাও আবার নায়িকার চরিত্রে। তবে একাধিক কারণে কোনো সিরিয়ালে যুক্ত হতে চাননি তিনি। নিজের ব‍্যক্তিগত জীবন, পড়াশোনা নিয়ে ব‍্যস্ততা তো রয়েছেই। পাশাপাশি আগের চরিত্রটির জন‍্যও এই সিদ্ধান্ত নিয়েছেন উষসী।

তাঁর মতে, দর্শক এখনো জুন আন্টির ছায়া থেকে বেরোতে পারেননি। এখনো উষসী মানেই জুন আন্টি। তাই আরো কিছুটা সময় দিচ্ছেন তিনি। চলতি বছরের পুজোর পরেই সম্ভবত নতুন সিরিয়াল নিয়ে ফিরবেন উষসী।

X