কমরেডের মেয়ে হয়ে মুখ‍্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার! কটাক্ষের উত্তর দিলেন ‘জুন আন্টি’ উষসী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই বিকিনি পরে কটাক্ষের শিকার হয়েছিলেন। স্বর্গীয় বাবা প্রাক্তন মন্ত্রী শ‍্যামল চক্রবর্তীকে টেনে এনে ট্রোল করা হয়েছিল অভিনেত্রী উষসী চক্রবর্তীকে (Ushasie Chakraborty)। কমরেডের মেয়ে কিনা বিকিনি পরছেন! মানা যায়? পালটা সোজা সাপটা ভাষায় জবাব দিয়েছিলেন পর্দার জুন আন্টি। এবার ফের প্রশ্নের মুখে উষসী। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত থেকে পুরস্কার নিয়ে কটাক্ষের সম্মুখীন অভিনেত্রী।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছিল টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। প্রতি বছরই রাজ‍্যের তথ‍্য ও সংষ্কৃতি দফতরের তরফে আয়োজন করা হয় এই বিশেষ অ্যাওয়ার্ড শোয়ের। এ বছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল শোটি। উপস্থিত ছিলেন স্বয়ং মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (Mamata Banerjee), ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, রাজ চক্রবর্তীর মতো ব‍্যক্তিত্বরা।


সেখানেই সম্মানিত করা হয় উষসীকে। ‘শ্রীময়ী’ সিরিয়ালের জুন আন্টি চরিত্রে অসামান‍্য অভিনয় করেছেন তিনি। খল চরিত্রে সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন উষসী। মুখ‍্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছেন তিনি। সেই ছবি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ট্রোল শুরু। বামপন্থী হয়ে শেষে রাজ‍্য সরকারের থেকে পুরস্কার নিলেন উষসী!

https://www.instagram.com/p/Ca858emBlge/?utm_medium=copy_link

কিন্তু বরাবরের মতোই এসব কটাক্ষে কান দিতে রাজি নন তিনি। সংবাদ মাধ‍্যমের কাছে অভিনেত্রীর স্পষ্ট জবাব, অভিনয় আর রাজনীতিকে কখনোই এক করে ফেলেন না তিনি। তিনি এই সম্মানের যোগ‍্য বলেই পুরস্কারটা দিয়েছেন মুখ‍্যমন্ত্রী। অভিনেত্রী ছাড়াও উষসীর আরো একটি পরিচয় রয়েছে। তিনি প্রাক্তন বাম মন্ত্রী প্রয়াত শ‍্যামল চক্রবর্তীর মেয়ে।

তবে উষসী জানান, তাঁর বাবা কখনো তাঁর উপরে কিছু চাপিয়ে দেননি। তাঁর রাজনৈতিক মতাদর্শ সম্পূর্ণ নিজস্ব। মুখ‍্যমন্ত্রীর সঙ্গে সেই আদর্শ আলাদা হলেও উষসীর বক্তব‍্য, পুরস্কারের মঞ্চে তিনি কোথাও রাজনীতি খুঁজে পাননি। সব রাজনৈতিক মত নির্বিশেষে সেরা শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। তাই উষসীও নিয়েছেন হাসিমুখেই।

সম্পর্কিত খবর

X