‘মুখ্যমন্ত্রীও হয়তো আমাদের মতোই বিনিদ্র রজনী কাটাচ্ছেন!’ জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চ থেকে ঊষসী

Published On:

বাংলা হান্ট ডেস্ক : আরজিকর কান্ডের শুরু থেকে প্রতিবাদে সামিল হয়েছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। গতকাল অর্থাৎ শনিবার ১৯ অক্টোবর থেকে টানা ২৪ ঘন্টার জন্য প্রতীকী অনশনে সামিল হয়েছিলেন টলিউড ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত, বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, বীরসা দাশগুপ্তের মত তারকারা।

অনশন মঞ্চ থেকে ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)

ঊষসীরও ইচ্ছা থাকলেও শুটিংয়ের কারণে যোগ দিতে পারেননি ঊষসী (Ushasie Chakraborty)। তবে রবিবার সকালেই অনশন মঞ্চে গিয়ে সকলের মনোবল যোগাতে তিনি বেছে নিয়েছিলেন রবি ঠাকুরের গান, ‘মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজেরি দিয় কঠিন পরিচয়’। এদিন সকলের সাথে অনশন মঞ্চে গলা মেলালেন অভিনেত্রী (Ushasie Chakraborty)।

এদিন অনশনমঞ্চ থেকেই ঊষসী বলেন, ‘এখন মরণ-বাঁচন পরিস্থিতি। কত দিন ধরে অনশন করছে বাচ্চা ছেলেমেয়েগুলো। এই সময় রবীন্দ্রনাথের গানই তো মনের জোর বাড়াতে পারে। এই গান তো আমাকেও শক্তি জোগায়।’ প্রসঙ্গত  বিগত কয়েক দশকে পশ্চিমবঙ্গে এত বড় আন্দোলন আর কোথাও হয়নি। এবার এই একই কথা শোনা গেল অভিনেত্রী উষসী চক্রবর্তীর গলাতেও।

আরও পড়ুন : বহুদিন পর বাংলা সিরিয়ালে কামব্যাক করছেন মানসী! অভিনেত্রীর অনুরাগীদের জন্য এল বিরাট সুখবর

নিজের রাজনৈতিক পরিচয় দূরে রেখেই এই আন্দোলন প্রসঙ্গে ঊষসী বলেছেন, ‘আমার জীবনে দেখা অন্যতম জোরালো আন্দোলন করছেন চিকিৎসকেরা। এর মধ্যে রাজনীতি নেই। এর মধ্যে ভোটের লড়াই নেই। এটি দাবিভিত্তিক ও অধিকারভিত্তিক একটি আন্দোলন। অনেকেই বলছেন, খাদ্য আন্দোলনের পরে পশ্চিমবঙ্গে এমন আন্দোলন হয়নি। এর অংশ হতে পেরে নিজেরও গর্ব হচ্ছে। এই মুহূর্তটাকে ধরে রাখতেই রবীন্দ্রনাথকে স্মরণ করেছি অনশনমঞ্চে।’

 

View this post on Instagram

 

A post shared by Ushasi Chakraborty (@ushasieofficial)

আগামীকাল সোমবার ২০ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দশ দফা দাবি নিয়ে সরাসরি বৈঠকে বসবেন জুনিয়র ডাক্তাররা । এই নিয়ে আশাবাদী উষসী। অভিনেত্রী বলেন, ‘বিপুল ভোটে জিতে আসা মুখ্যমন্ত্রীর কাছে আমার আশা রয়েছে। মহিলা মুখ্যমন্ত্রীও হিসাবেও তাঁর কাছে আশা রাখছি। তিনি তো বলেছেন, দিদি হিসাবে বিষয়টি দেখছেন। এই বাচ্চা ছেলেমেয়গুলো আমাদের ভবিষ্যতের সম্পদ। তাই তাঁরা রাস্তায় বসে অনশন করবেন, এটা কাম্য নয়। আশা করছি আমরা যে বিনিদ্র রজনী যাপন করছেন, আমাদের মুখ্যমন্ত্রীও বিনিদ্র রজনী যাপন করছেন। আমার আবেদন ও আশা, কাল একটা নিষ্পত্তি হবে। এই দমবন্ধ পরিবেশ আর চাই না।’

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X