বাংলাহান্ট ডেস্ক: ঘুষ দিতে অস্বীকার করায় হেনস্থা করা হল ওস্তাদ রশিদ খানের (Ustad Rashid Khan) গাড়ি চালককে। মঙ্গলবার রাতে বেলেঘাটার কাছে গাড়ি আটকে তাঁর কাছে ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ। কিন্তু তিনি দিতে অস্বীকার করায় হেনস্থার সম্মুখীন হতে হয় খ্যাতনামা শিল্পীর গাড়ি চালককে। পুলিসের দ্বারস্থ হয়েছেন ওস্তাদ রশিদ খান।
ঠিক কী ঘটেছে ঘটনাটা? শিল্পীর পরিবারের তরফে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তাঁদের পরিচিত এক শিল্পীকে দমদম বিমানবন্দরে পৌঁছে দিতে গিয়েছিল ওস্তাদ রশিদ খানের গাড়ি। কিন্তু বেলেঘাটায় আটকে দেওয়া হয় গাড়িটি। অভিযোগ উঠেছে, শিল্পীর গাড়ির চালক এবং তাঁর দেহরক্ষীর কাছ থেকে ঘুষ চাওয়া হয়।
কিন্তু দিতে অস্বীকার করেন তাঁরা। এরপরেই হেনস্থার সম্মুখীন হন তাঁরা। শুধু তাই নয়, অভিযোগ করা হয়েছে শিল্পীর গাড়ির চালককে আটক করে প্রগতি ময়দান থানাতেও নিয়ে যাওয়া হয়েছিল। রশিদ খানের কাছে খবর পৌঁছাতে সময় লাগেনি। তিনি নিজে ফোন করেন থানায়। পালটা প্রখ্যাত শিল্পীকে থানায় যেতে বলা হয় বলে খবর।
জানা যাচ্ছে, সেদিনই ওস্তাদ রশিদ খান নিজে থানায় উপস্থিত হন। গাড়ি চালককে ছাড়িয়ে বাড়ি ফিরিয়ে আনেন তিনিই। গোটা ঘটনাটা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এমন বড়মাপের একজন শিল্পীর পরিবারকে হেনস্থা, তার উপরে ঘুষের দাবি করার মতো গুরুতর অভিযোগে নড়েচড়ে বসেছে বিভিন্ন মহল।
এই ঘটনায় শিল্পীর পরিবার রীতিমতো ক্ষুব্ধ। ওস্তাদ রশিদ খানের স্ত্রী স্পষ্ট বলেন, কী কারণে এমন হেনস্থা হতে হল তাঁদের সেটা এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু হেনস্থার কারণ স্পষ্ট না হলে তিনি আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়ে দিয়েছেন। দরকার হলে আদালত পর্যন্ত যাবেন বলে মন্তব্য করেছেন শিল্পীর স্ত্রী।
বিতর্কের জল গড়িয়েছে রাজনৈতিক মহল পর্যন্ত। মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গোটা ঘটনাটা জানানো হয়েছে বলে খবর। খবর দেওয়া হয়েছে পুলিসের উপর মহলেও। কিন্তু এখনো শিল্পীর পরিবার যে তিমিরে সেই তিমিরেই রয়েছে।