দল আর পদ দুই’ই ছাড়লেন ঝাড়গ্রাম জেলার বিজেপির সহ-সভাপতি

বাংলাহান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনে ভালো ফল থাকার পরও, দল ও পদ ছাড়লেন ঝাড়গ্রামের(Jhargram) জেলা বিজেপির সহ সভাপতি উৎপল দাস মহাপাত্র (Utpal Das Mahapatra)। স্বজনপোষণ ও লবিবাজির কারণে দেখিয়ে, ব্যক্তিগতভাবে মানুষের ভালো করার জন্য দল এবং পদ ছাড়লেন বলে জানিয়েছেন তিনি।

চলতি বিধানসভা নির্বাচনে বিজেপির বাংলা জয়ের স্বপন কার্যত ধূলিস্মাৎ হয়ে যায়। আর তারপর থেকেই দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে দেখিয়ে বিজেপি ত্যাগ করেছেন বিভিন্ন দলবদলু নেতা থেকে শুরু করে বিজেপির পুরনো সদস্যরাও। যার ফলে এককথায় বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ভাঙ্গন ধরেছে বিজেপিতে।

IMG 20210531 WA0034

এরই মধ্যে আবার লোকসভা নির্বাচনে ভালো ফল করার পরও পদ এবং দল ছাড়লেন ঝাড়গ্রামের জেলা বিজেপির সহ সভাপতি উৎপল দাস মহাপাত্র। গত লোকসভা নির্বাচনে ঝাড়গ্রামে বিজেপি এগিয়ে থাকলেও, বিধানসভা নির্বাচনে জেলার ৪ আসনের মধ্যে একটিও দখল করতে পারেনি বিজেপি। জয়জয়াকার হয় তৃণমূলের।

এরই মধ্যে আবার পদ ছাড়লেন ঝাড়গ্রামের জেলা বিজেপির সহ সভাপতি উত্পল দাস মহাপাত্র। পদ ছাড়ার পাশাপাশি বিজেপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্নও করেন তিনি। সেইসঙ্গে কারণ হিসেবে বলেন, ‘অনেক আগেই চেয়েছিলাম দল ছাড়তে। তবে কিছুটা দেরীতে হলেও, পদ এবং দল- দুইই ছাড়লাম। মানুষের জন্য কাজ ছাড়ব না, ব্যক্তিগত ভাবে কাজ করে যাব’।
দলের উপর অভিযোগ করে কিছুটা ক্ষোভের সুরে তিনি বলেন, ‘জেলা বিজেপির শুদ্ধিকরণের প্রয়োজন থাকলেও, দল তা করেনি। মনে হয় না আর তা করা হবে। দীর্ঘদিনের স্বজনপোষণ ও লবিবাজির ফল ভুগতে হচ্ছে দলীয় কর্মীদের’।

Smita Hari

সম্পর্কিত খবর