নাতি গৌরবকে নিয়ে বড়পর্দায় কামব‍্যাক করছেন উত্তম কুমার! পোস্টার দেখেই তাজ্জব সিনেপ্রেমীরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অনেকদিন ধরেই জল্পনা কল্পনা শোনা যাচ্ছিল, আবারো বড়পর্দায় কামব‍্যাক করছেন উত্তম কুমার (uttam kumar)। হ‍্যাঁ, বাঙালির মহানায়ক উত্তম কুমারের কথাই বলা হচ্ছে এখানে। দীর্ঘ ৪১ বছর পর ফের পর্দায় জীবন্ত করে তুলবেন উত্তম কুমারকে, এমনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ‍্যায় (srijit mukherjee)। শুধু তাই নয়, কথা দিয়েছিলেন পর্দায় প্রথম বারের জন‍্য দাদু-নাতি অর্থাৎ উত্তম কুমার এবং গৌরব চট্টোপাধ‍্যায়ের (gourab chatterjee) রসায়ন দেখাবেন।

সে কথা রাখার প্রথম ধাপটা পূরণ করে ফেললেন সৃজিত। মহানায়কের জন্মবার্ষিকীতেই বড় চমক দিয়ে সেই বহু প্রতীক্ষিত ছবি ‘অতি উত্তম’ এর পোস্টার প্রকাশ করলেন পরিচালক। পোস্টার দেখে তো তাজ্জব সিনেপ্রেমীরা। এ যেন সেই ষাট সত্তরের দশকে নিয়ে গিয়ে ফেলেছেন সৃজিত। সেই একই রকম ছবির পোস্টারের স্টাইল।


পোস্টারে বড় করে উত্তম কুমারের সেই আইকনিক হাসিমুখ। সঙ্গে রয়েছেন গৌরব, রোশনি ভট্টাচার্য এবং অনিন্দ‍্য সেনগুপ্ত। একেবারে আগেকার দিনের ধাঁচেই পোস্টারে লেখা, মহানায়ক উত্তম কুমার অভিনীত সঙ্গে অনিন্দ‍্য-রোশনি-গৌরব। আসিতেছে!!! অতি উত্তম, সৃজিত মুখোপাধ‍্যায়ের নতুন ছবি।

পোস্টারেই বাজিমাত করছেন সৃজিত। এরপর কি আর ছবি পর্যন্ত অপেক্ষা সইবে সিনেপ্রেমীদের! তবে যে পোস্টার নিয়ে এত উন্মাদনা তার পেছনে কম মেহনত যায়নি পরিচালকের। এ সৃজিতের স্বপ্নের প্রোজেক্ট। সবকিছু নিখুঁত করতে দীর্ঘদিন ধরে টানা পরিশ্রম করেছেন তিনি। চার বছর ধরে ৬২ টা ছবি দেখে রিসার্চ করেছেন, বারংবার চিত্রনাট‍্য লিখেছেন, গলিঘুঁজি খুঁজে খুঁজে বের করেছেন কপি রাইট হোল্ডারকে।


এখানেই শেষ না। পর্দায় উত্তম কুমারকে জীবন্ত রে তুলতে দরকার অতি উন্নত মানের ভিএফএক্স। তার জন‍্য বারবার আলোচনায় বসতে হয়েছে শিল্পীর সঙ্গে। অবশেষে স্বপ্ন সত‍্যি হতে চলেছে। আপ্লুত সৃজিত বললেন, ‘শুভ জন্মদিন, আপনি আছেন, সেটাই যথেষ্ট।’

https://www.instagram.com/p/CTVJZ9Ztpiy/?utm_medium=copy_link

উত্তম কুমারের দুই অনুরাগীকে নিয়ে ছবির গল্প। অনিন্দ‍্য অভিনয় করছেন উত্তম গবেষকের চরিত্রে। তাঁর ব‍্যর্থ প্রেম নিয়ে গৌরবের সঙ্গে কথোপকথন হয়। তখনি ঠিক হয় প্ল‍্যানচেটের স্বয়ং মহানায়ককে ডেকে এনেই তাঁর কাছে সাহায‍্য চাওয়া হবে। আসতে রাজিও হয়ে যান উত্তম কুমার। তবে সাদা কালো দুনিয়ার মানুষ হিসাবেই তিনি আসবেন এ জগতে। এই প্রথম দাদু নাতিকে একসঙ্গে পর্দায় অভিনয় করতে দেখবেন দর্শকরা। বলা বাহুল‍্য উত্তেজনা চরমে। কতটা নিখুঁত হবে পুরো বিষয়টা? সেটা জানার জন‍্য এখনো আরেকটু অপেক্ষা।

সম্পর্কিত খবর

X