আকাশছোঁয়া চাহিদা, তবুও “এই” ছবি থেকে বাদ পড়েন উত্তম কুমার! পরিবর্তে নায়ক হন এই অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক : যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে যতই সিনেমা পাড়ার বদল ঘটুক না কেন, বাঙালির চিরন্তন নায়ক কিন্তু একজনই থাকবেন এবং একজনই রয়েছেন। তিনি উত্তম কুমার (Uttam Kumar)। চোখের একটা চাহনি, মুখের উজ্জ্বল হাসিতে যিনি দখল করে রেখেছিলেন অসংখ্য মানুষের মন, বয়স নির্বিশেষে। প্রয়াণের এত বছর পরেও তাঁর উপস্থিতি মানুষের হৃদয়ে একই রকম উজ্জ্বল।

একটি ছবি থেকে বাদ পড়েছিলেন উত্তম কুমার (Uttam Kumar)

স্বর্ণযুগে উত্তম ছিলেন সর্বেসর্বা। তাঁর চাহিদা ছিল আকাশছোঁয়া। নিজের ছবিতে উত্তম কুমারকে (Uttam Kumar) দিয়ে সাইন করানোর জন্য লাইন পড়ত পরিচালক, প্রযোজকদের। এহেন অভিনেতাকেও কিন্তু বাদ পড়তে হয়েছিল ছবি থেকে। আর তা হয়েছিল তরুণ মজুমদারের ছবিতে। কিন্তু কেন? খোলসা করেই বলা যাক সবটা।

Uttam kumar was removed from this film but why

আগে থেকেই ভেবে রেখেছিলেন পরিচালক: সে সময় ‘পলাতক’ ছবিটি তৈরির জন্য চিত্রনাট্য ভেবে রেখেছেন তরুণ মজুমদার। নায়ক কাকে করবেন তা নিয়ে ভাবনার মাঝেই একজন তাঁকে খোঁজ দেন অনুপ কুমারের, যিনি তখন মূলত কমেডি চরিত্রেই অভিনয় করতেন। পলাতক এর জন্য অনুপকেই আদর্শ মনে হয়েছিল তরুণ মজুমদারেরও। এরপর ছবির প্রযোজনার জন্য সে সময়কার ছায়াবাণী প্রযোজনা সংস্থার কর্ণধার ডেকে পাঠান পরিচালককে।

আরো পড়ুন : পাহাড় থেকে মরুভূমি, সর্বত্রই তীরের গতি! সেনাবাহিনীতে এন্ট্রি নিচ্ছে এই SUV, চমকে দেবে ফিচার্স

কী ঘটেছিল ঘটনা: তরুণ মজুমদার যখন ওই সংস্থার অফিসে পৌঁছান, দেখেন উত্তম কুমার (Uttam Kumar) আগে থেকেই বসে রয়েছেন সেখানে। এখানে বলা রাখা দরকার, দুজনেরই তখন খুবই ভালো সম্পর্ক ছিল। তাই তরুণ মজুমদার মহানায়কের সামনেই পড়ে শোনান চিত্রনাট্য। উত্তম কুমারও (Uttam Kumar) প্রশংসা করে সেদিনের মতো বিদায় নেন। আসল ঘটনা শুরু এরপর থেকেই। কিছুদিন পরেই প্রযোজনা সংস্থার থেকে তাঁর কাছে খবর আসে, ছায়াবাণীই প্রযোজনা করবে ছবির। আর নায়ক হবেন উত্তম কুমার। প্রযোজনা করবে ছবির। আর নায়ক হবেন উত্তম কুমার।

আরো পড়ুন : ৩ বছরে ৬১৫ শতাংশ রিটার্ন, বিনিয়োগকারীদের মালামাল করল ডিফেন্স সেক্টরের এই শেয়ার

এবার তরুণ মজুমদার পড়েন বিপাকে। তিনি আগে থেকেই ভেবে রেখেছেন অনুপ কুমারকে। শেষমেষ পরিচালক দ্বারস্থ হন মহানায়কের (Uttam Kumar)। তাঁকে সবটা বুঝিয়ে বলেন তরুণ মজুমদার। কথা শেষে পরিচালকের কাঁধে হাত রেখে উত্তম কুমার বলেছিলেন, তিনি নিজে সবটা বুঝিয়ে বলবেন। পরবর্তীতে মুক্তি পেয়েছিল ‘পলাতক’। মুখ্য চরিত্রে ছিলেন অনুপ কুমার। কিন্তু এই ঘটনায় উত্তম কুমার এবং তরুণ মজুমদারের সম্পর্কে এতটুকুও আঁচ আসেনি। পরিচালক তরুণ মজুমদার তাঁর ‘সিনেমা পাড়া’ বইতে লিখে গিয়েছেন মহানায়কের এই মহানুভবতার কথা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর