১১ লক্ষের উপরে শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে প্রতিশ্রুতি পালন করলো যোগী সরকার

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) শুক্রবার সকালে একটি প্রেস কনফারেন্স করেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওই প্রেস কনফারেন্সে বলেন, উত্তর প্রদেশ সরকার সেই সমস্ত মানুষদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে, যাঁদের জীবিকা করোনা ভাইরাস এবং লকডাউনের কারণে প্রভাবিত হয়েছে। উনি জানান, প্রথম দফায় রাজ্যের ১১ লক্ষের বেশি শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে ১ হাজার করে টাকা পাঠানো হয়েছে।

করোনার কারণে প্রভাবিত গোটা বিশ্ব। বাদ যায়নি ভারতও। এখনো পর্যন্ত গোটা ভারতে করোনা আক্রন্তদের সংখ্যা ৬৪০০ পার করেছে। এই মারক ভাইরাসকে হারিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৫৫০ জন মানুষ। আরেকদিকে গোটা ভারতে এই মারক ভাইরাস ১৯৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এই মারক ভাইরাসের সাথে মোকাবিলা করার জন্য কেন্দ্র সরকার এবং প্রতিটি রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই মারক ভাইরাসে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র আর বাণিজ্য নগরী মুম্বাইতে হুহু করে বেড়ে চলেছে আক্রান্তদের সংখ্যা। এখনো পর্যন্ত গোটা মহারাষ্ট্রে ১৩৬৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৯৮ জনের। এছাড়াও এই ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়ে ১২৫ জন বাড়ি ফিরে গেছেন। আরেকদিক, তামিলনাড়ুতে এই ভাইরাস নিজের ক্ষমতা বৃদ্ধি অস্বাভাবিক ভাবে করেছে।

মহারাষ্ট্রের পর করোনার প্রভাব সবথেকে বেশি বিস্তার করেছে তামিললাডুতে। সেখানে এখনো পর্যন্ত ৮৩৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তামিলনাড়ুর স্বাস্থ মন্ত্রালয় অনুযায়ী, এই ৮৬৪ জনের মধ্যে বেশিরভাগই দিল্লীর মরকজে অংশ নেওয়া তাবলীগ সদস্য। আরেকদিকে, তামিলনাড়ুতে এই ভাইরাসকে হারিয়ে ২৭ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন।

Koushik Dutta

সম্পর্কিত খবর