বাংলা হান্ট ডেস্ক : উত্তরপ্রদেশে (Uttar Pradesh) আবারও এনকাউন্টার (Encounter)। খতম হল এক কুখ্যাত অপরাধী। মঙ্গলবার ভোরে মহম্মদ গুফরান নামে ওই অপরাধীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, খুন-সহ মোট ১৩টি অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তার মাথার দাম ধার্য করা হয় ১.২৫ লক্ষ টাকা। তবে মঙ্গলবার সকালে পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে গুফরানের মৃত্যু হয়।
ইউপি পুলিস জানিয়েছে, গুরফান যে উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় গা ঢাকা দিয়ে দিয়ে ছিল তা সূত্র মারফত জানতে পেরেছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কৌশাম্বীর সমদা সুগার মিলের কাছে গুরফানের ডেরায় হানা দেয় টাস্কফোর্সের একটি দল। শেষে অভিযানে সাফল্য মেলে।
উত্তরপ্রদেশ পুলিস সূত্রে খবর, মঙ্গলবার ভোর পাঁচটা থেকে গুফরানের (Mohammad Gufran) ডেরায় তল্লাশি শুরু করে স্পেশ্যাল টাস্ক ফোর্স। কৌশাম্বি জেলার ওই ডেরায় পুলিসে হানা টের পেয়েই গুলি ছুঁড়তে শুরু করে সে। পুলিসের চোখে ধুলো দিয়ে পালানোরও চেষ্টা করে। বাধ্য হয়েই পালটা গুলি চালায় পুলিস।
उत्तर प्रदेश के कौशांबी के मंझनपुर के समदा चीनी मिल के पास यूपी एसटीएफ के साथ मुठभेड़ में मो. गुफरान नाम का अपराधी मारा गया है। उस पर 1,25,000 रुपए का इनाम था: SP ब्रिजेश श्रीवास्तव, कौशांबी pic.twitter.com/YKpyU11pwl
— ANI_HindiNews (@AHindinews) June 27, 2023
এসটিএফের অ্যাডিশনাল ডিজি অমিতাভ যশ জানান, পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর জখম হয় গুরফান। তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসাও শুরু হয়। তবে হাসপাতালেই কুখ্যাত অপরাধীর মৃত্যু হয়। মৃত গুফরানের কাছ থেকে একটি ৩২ বোরের পিস্তল উদ্ধার করেছেন এসটিএফ সদস্যরা।
বেশ কয়েক বছর ধরে প্রতাপগড় ও সুলতানপুর এলাকায় দাপট ছিল এই অপরাধীর। খুন, খুনের চেষ্টা, লুটপাট-সহ মোট ১৩টি অপরাধের মামলা দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। মহম্মদ গুফরানকে ধরতে ১ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে প্রয়াগরাজ পুলিস। এরপরও অতিরিক্ত ২৫ হাজার টাকার পুরস্কার ঘোষণা হয় সুলতানপুর পুলিসের পক্ষ থেকেও।
২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর চেয়ারে যোগি আদিত্যনাথ বসার পর থেকেই সে রাজ্যে প্রায় ১১ হাজার এনকাউন্টারের ঘটনা ঘটেছে। তাতে মোট ১৮৫ জন দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। এমন কি যোগিকে বলতে শোনা গিয়েছিল, মাফিয়াদের মাটির সঙ্গে মিশিয়ে দেব। মাফিয়াদের বিরুদ্ধে ‘জ়িরো-টলারেন্স’ নীতি গ্রহণ করেছে যোগি সরকার।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা