রোশন আলি থেকে রোশন লাল হয়ে ফের হলেন রোশন আলি! হিন্দু তরুণীকে বিয়ে করে ইসলামে ফিরলেন যুবক

বাংলা হান্ট ডেস্ক : ফের এক মুসলিম যুবকের (Muslim Young Man) সঙ্গে হিন্দু মেয়ের (Hindu Young Girl) বিয়ের ঘটনা প্রকাশ্যে এল। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হারদোইতে এক মুসলিম যুবক বিয়ে করে নিল এক হিন্দু মেয়েকে। জানা যাচ্ছে, রোশন আলি প্রথমে ধর্মান্তরিত হয়ে হিন্দু হয়। তাঁর নাম হয় রোশন লাল। তারপর দিল্লিতে (Delhi) এক হিন্দু মেয়েকে বিয়ে করেন। বিয়ের কয়েকদিন পর ওই যুবক গ্রামে ফিরে আসে। রওশন আলীর পরিচয় দিয়ে গ্রামে ফিরে ওই হিন্দু তরুণীকে ফের বিয়ে করে।

ঘটনা জানাহানি হতেই প্রতিবাদ দেখাতে শুরু করে হিন্দু সংগঠন। এর পরই বিষয়টি পুলিসের কাছে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। যুগল আপাতত আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

হিন্দু সংগঠনের দাবি, হিন্দু মেয়েকে বিয়ে করার জন্য রোশন আলী থেকে রোশন লাল নাম নিয়ে ধর্ম পরিবর্তন করে। এর পর ওই যুবক ধর্ম পরিবর্তনের অনুমতি না নিয়েই পরিকল্পিতভাবে ওই তরুণীকে বিয়ে করেছে। বর্তমানে হিন্দু সংগঠনের তীব্র প্রতিবাদের পর তদন্তে শুরু করেছে পুলিস। প্রশাসনিক কর্মকর্তারা জানান, তদন্তে যে তথ্য উঠে আসবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বজরং দলের কর্মীরা পৌঁছে যান সুরসা থানা চত্বরে। সেখানে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রতারণা করে হিন্দু মেয়েকে বিয়ে করার জন্য অভিযুক্ত মুসলিম যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

muslim man married hindu girl in up

পুলিস সূত্রে খবর, সুরসা থানা এলাকার রামপুর গ্রামের বাসিন্দা নাসরুদ্দিনের ছেলে রোশন আলী দিল্লিতে থাকতেন। ওই যুবক একটি ফুলের দোকানে কাজ করতেন। নয়াদিল্লির তিলক নগর এলাকার খায়ালা ৮৩০ বিষ্ণু গার্ডেন বাসিন্দা কমলেশ বনসালের কন্যা লক্ষ্মী বনসালের সঙ্গে বন্ধুত্ব করেন। সেউ বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের সম্পর্কে পরিণত হয়।

তবে ভিন্ন ধর্মের হওয়ায় মেয়েটির পরিবারের সদস্যরা এ সম্পর্কে মোটেই রাজি ছিলেন না এই অবস্থায় লক্ষ্মীকে বিয়ে করার জন্য রোশন আলি হিন্দু ধর্ম গ্রহণ করেন। সম্পূর্ণ হিন্দু রীতিনীতিতে ২ মাস আগে লক্ষ্মী বানসালকে বিয়ে করে সে।

এরপর বিষয়টি নতুন মোড় নেয়। এক সপ্তাহ পর রোশন আলী নিজের গ্রামে ফিরে আসে। পরিবারের পরামর্শে সে ফের হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম হয়ে নাম গ্রহণ করে রোশন আলী। ওদিকে ধর্ম পরিবর্তন করা হয়।লক্ষ্মী বনসলেরও। রোশনী নাম দিয়ে তাঁকে ফের মুসলিম রীতিনীতিতে বিয়ে করে রোশন। এক হিন্দু মেয়েকে বিয়ে করার খবর গ্রামে ছড়িয়ে পড়লে খবর পৌঁছে যায় হিন্দু সংগঠনের কাছে। এরপর বজরং দলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনা নিয়ে স্থানীয় থানায় অভিযোগ করেন।


Sudipto

সম্পর্কিত খবর