বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ আইনের বিরোধীতায় উত্তাল বাংলা। মুর্শিদাবাদ থেকে মালদা দিকে দিকে একই চিত্র। এরই মধ্যে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে গেল। ‘জয় শ্রীরাম’ (Jai Sri Ram) না বলায় এক বালককে তুমুল মার। অভিযোগ ওই মুসলিম বালককে (Muslim) ভাঙা কাচের বোতল দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনা সামনে আসতেই উঠেছে নিন্দার ঝড়।
হাড়হিম করা কাণ্ড উত্তর প্রদেশ | Uttar Pradesh
ঘটনাস্থল উত্তর প্রদেশ (Uttar Pradesh)। উত্তর প্রদেশের কানপুরের সারসৌল এলাকায় জয় শ্রীরাম’ না বলায় এক বালককে মারধরের অভিযোগ। সূত্রের খবর, মহারাজপুর থানার অন্তর্গত সারসৌল এলাকায় কয়েকজন সমবয়সী শিশু ওই বালককে ঘিরে ধরে তাকে তাদের পায়ে হাত দিতে বলে।
পরিবারের অভিযোগ, আক্রান্ত বালকটি অন্যদের পা ধরতে অস্বীকার করে। এরপর নাকি তাকে জয় শ্রীরাম বলার জন্য চাপ দিতে থাকে। ওই কিশোর তাও না বলায় একটি ভাঙা কাচের বোতল দিয়ে তাকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই কিশোর স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সূত্রের খবর, গোটা ঘটনায় আক্রান্ত বালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। সব দিক গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনায় অভিযুক্তরাও অপ্রাপ্তবয়স্ক। আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
আরও পড়ুন: ‘নিজেদের ভালো ছবি দেবেন, অথচ…’, মুর্শিদাবাদ ইস্যুতে ট্রোলড ইউসুফ, বিতর্কের মাঝে ব্যাট ধরলেন কুণাল
এভাবে ধর্ম নিয়ে শিশুর উপর অত্যাচারের ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শিশু নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে ধর্মীয় স্বাধীনতা কোথায়? উত্তরপ্রদেশের এই ঘটনায় জোর চৰ্চা শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে।