এবার গরুদের জন্য খাবার জোগান দিতে আসছে খাদ্য ব্যাঙ্ক

গরুরা নাকি ঠিক মতন খেতে পারছে না, আর এবার  খাদ্য ব্যাংকের ব্যবস্থা করা হয়েছে গরুদের জন্য। ভারতের উত্তরপ্রদেশের মহোবা শহরে গরুদের খাবারের জন্য খাদ্য ব্যাংক বানানো হয়েছে। শহরটির ১০টি জায়গায় খাবার সংগ্রহের পয়েন্ট তৈরি করা হয়েছে।

সমস্ত ধর্মের মানুষ সংগ্রহের অভিযানে অংশ নিচ্ছেন। উদ্যোক্তা “সর্বধর্ম ভোজন” নামে একটি সংস্থা।সর্বধর্ম ভোজনের প্রধান বাবলা প্রকাশ করেছেন: “সরকার সরবরাহ করে খাবার সাধারণত প্রয়োজনের অভাব হয়। এত বিপুল সংখ্যক গরুর জন্য খাবারের ব্যবস্থা করা খুব কঠিন, এবং তাই আমরা এখন ১০ জন খাদ্য সংগ্রহের পয়েন্টে চাপাতি এবং বাম ওভার দান করা লোকদের সাহায্য নিচ্ছি”। টাইমস অফ ইন্ডিয়া অনুসারে গত বছরের নভেম্বরে, কামধেনু অায়োগ গরুর জন্য হোস্টেল চালু করার বিষয়ে রাজ্য সরকার এবং পৌর কর্পোরেশনগুলিকে চিঠি লিখেছিলেন।Cow Recoveredশহরের এই ১০ জায়গায় যে কেউ এসে রুটি বা অন্যান্য খাবার দিয়ে যেতে পারেন, ার এই খাবার গরুরা  গরুরা খেতে পারে। এইসব জায়গা থেকে খাবার সংগ্রহ করে পৌঁছে দেওয়া হচ্ছে গরুদের খামারে।দরিদ্র গরুর জন্য খাদ্য গরুপ্রেমী এবং সাধারণভাবে প্রাণী প্রেমীদের জন্য উদ্বেগের বিষয়, আর এই গরুদের খাবার জায়গার অভাব বলেই ।কিন্তু মানুষকে খাবার জোগানোর লোক থাকলেও, গরুদের জন্য নির্দিষ্ট খাবার দেওয়ার কেউ নেই। এরকম অনেক সময় দেখা গেছে গরুরা রাস্তায় ময়লা কুড়িয়ে খায়। আবার অনেক সময় খাবারের অভাবে গরুদের পলিথিন পর্জন্তও খায়।

 

কিন্তু এবার থেকে আর সেই সমস্যা দেখা যাবে না বলে মনে করছে  অনেকেই। খাদ্য অপচয় থেকে বাঁচতে এবং প্রয়োজনে গরুগুলিকে খাওয়ানোর সুযোগ প্রদান করার মাধ্যমে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।  সব মিলিয়ে আর কিছুদিন পর থেকে এই নিয়ম কাজে লাগানো হবে বলে মনে করছেন পশুপ্রেমীরা। আর এই ক্ষেত্রে উপকার পাবে এই নিরীহ অবলা প্রানীরা।

সম্পর্কিত খবর