উত্তরপ্রদেশে বিনামূল্যে জমি প্রদান করবে সরকার! বড় ঘোষণা যোগী আদিত্যনাথের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিনামূল্যে জমি প্রদান করার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ (Uttarpradesh) সরকার। বড় ঘোষনা যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। দুটি বড় কাজের জন্য এবার বিনামূল্যে জমি প্রদান করবে আদিত্যনাথ সরকার। নেপথ্যে কারণ কি?

উত্তরপ্রদেশে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়ে চলেছেন যোগী আদিত্যনাথ। অপরাধ দমন থেকে শুরু করে জনকল্যাণে নেওয়া একাধিক সিদ্ধান্ত জনগণ মাঝে প্রশংসার দাবি রাখে। সেই ধারা বজায় রেখে এবার বিনামূল্যে জমি দেওয়ার সিদ্ধান্ত নিলেন যোগী আদিত্যনাথ।

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের দ্বারা তৈরি করা হাইওয়ে এবং রাজ্য বিজেপি সরকারের পক্ষ থেকে গ্রিনফিল্ড রোড প্রকল্প, এই দুটি কাজের জন্য বিনামূল্যে জমি প্রদান করবেন আদিত্যনাথ। একই সঙ্গে পিপিপি মডেলে হাইওয়ে তৈরি করা হতে চলেছে বলে জানা যাচ্ছে, যার মাধ্যমে রাজ্যের পরিকাঠামো বহুগুনে উন্নত হবে বলে মত বিশেষজ্ঞদের।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরপ্রদেশে পরিবহন মাধ্যম উন্নত করা এবং পরিকাঠামো নেটওয়ার্ক বিস্তৃত করার উদ্দেশ্যে বিনামূল্যে জমি প্রদান করার সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি সরকার। পাশাপাশি বিনামূল্যে জমি দেওয়ার ফলে ব্যবসায়ীরা রাস্তা তৈরি করার ক্ষেত্রে নিজেদের টাকা ব্যবহার করবে, যার কারণে বাঁচবে সরকারের রাজস্ব। ফলে সব মিলিয়ে আদিত্যনাথের সিদ্ধান্ত ইতিমধ্যে প্রশংসার দাবি রাখতে শুরু করে দিয়েছে।

Untitled design 62 1

সূত্রের খবর, পিপিপি মডেলে উত্তরপ্রদেশের রাস্তা তৈরি করা হতে চলেছে। একই সঙ্গে ২৫ টি নতুন বাস স্ট্যান্ড তৈরি করা হবে, যেখানে থাকবে আধুনিক সুযোগ-সুবিধা। সম্প্রতি একটি বৈঠকের মাধ্যমে এ সকল সিদ্ধান্ত নেন আদিত্যনাথ। উল্লেখ্য, উত্তরপ্রদেশ বর্তমানে এমন একটি রাজ্য, যেখানে এক্সপ্রেসওয়ে বর্তমান। পাশাপাশি রাজ্যের রাস্তাগুলি উন্নয়নের মাধ্যমে পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে বদ্ধপরিকর সরকার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর