শুরু হয়ে গিয়েছে রামলালার জাদু! ২০২৮ সালের মধ্যে ৫০০ বিলিয়ন ডলার পার করবে উত্তরপ্রদেশের অর্থনীতি

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, অযোধ্যায় রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধন এবং কেন্দ্রের প্রসাদের উদ্যোগের মাধ্যমে, উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ২০২৪ সালের শেষ নাগাদ শুধুমাত্র পর্যটকদের কাছ থেকেই ৪ লক্ষ কোটি টাকারও বেশি সংগ্রহ করতে প্রস্তুত। যা ২০২২ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সরকারের প্রসাদ উদ্যোগের উদ্দেশ্য হল ভারতে ধর্মীয় পর্যটন বিকাশ করা। উত্তরপ্রদেশের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সম্প্রতি বুলন্দশহরে তাঁর প্রথম লোকসভা নির্বাচনী জনসভায় জানান, “উত্তরপ্রদেশের দ্রুত উন্নয়ন ছাড়া উন্নত ভারত গড়ে তোলা সম্ভব নয়।”

উত্তরপ্রদেশে দ্রুত পর্যটনের সম্ভাবনা বেড়েছে: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইকোনমিক রিসার্চ ডিপার্টমেন্টের একটি গবেষণা অনুসারে, আধ্যাত্মিক পর্যটন উত্তরপ্রদেশে পর্যটন সম্ভাবনাকে দ্রুত হারে বাড়িয়েছে। এর কারণ হল উন্নত ফিজিক্যাল এবং ডিজিটাল পরিকাঠামো সকলের জন্য যোগাযোগকে খুব সহজ করে তুলেছে। ইতিমধ্যেই টাইমস অফ ইন্ডিয়াr একটি রিপোর্টে বিষয়টি সামনে এসেছে। ২০২২ সালে সর্বাধিক সংখ্যক দেশীয় পর্যটকের ক্ষেত্রে রাজ্যগুলির তালিকায় উত্তরপ্রদেশ শীর্ষে ছিল। পাশাপাশি, বিদেশি পর্যটকদের নিরিখে পঞ্চম অবস্থানে ছিল ওই রাজ্য।

Uttar Pradesh's economy will cross 500 billion dollar by 2028

২০২২ সালে উত্তরপ্রদেশে আসেন ৩২ কোটি পর্যটক: রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে ৩২ কোটি পর্যটক উত্তরপ্রদেশে আসেন। যার মধ্যে ২.২১ কোটি পর্যটক অযোধ্যা ভ্রমণ করেছিলেন। পাশাপাশি, শুধুমাত্র দেশীয় পর্যটকরা ২০২২ সালে ২ লক্ষ কোটি টাকারও বেশি খরচ করেন। এছাড়াও, বিদেশি পর্যটকরা ওই রাজ্যে ১০,৫০০ কোটি টাকা খরচ করেছেন। SBI-এর রিপোর্ট বলছে যে এই পরিসংখ্যান ২০২৪ সালের শেষ নাগাদ প্রায় দ্বিগুণ হবে। রিপোর্টে বলা হয়েছে, “পর্যটকদের আগমনে একটি বিশাল বৃদ্ধি রাজ্য সরকারকে ২০২৫ অর্থবর্ষে ২০ হাজার থেকে ২৫ হাজার কোটি টাকার অতিরিক্ত ট্যাক্স রাজস্ব উপার্জন করতে সহায়তা করবে।”

আরও পড়ুন: এবার ঋণের জালে আরও জড়াবে “কাঙাল” পাকিস্তান, চিনের কাছে ফের ভিক্ষা চাইছে পড়শি দেশ

ভারতের GDP-তে উত্তরপ্রদেশের দ্বিতীয় বৃহত্তম অংশ থাকবে: টাইমস অফ ইন্ডিয়া অনুসারে, SBI তার রিপোর্টে জানিয়েছে, ভারতীয় অর্থনীতি ২০২৮ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে। এমতাবস্থায়, অনুমান করা হয়েছে যে ভারতের GDP-তে উত্তরপ্রদেশের দ্বিতীয় বৃহত্তম অংশ থাকবে। উল্লেখ্য যে, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের জিডিপিতে UP-র অংশ ছিল ৮.২ শতাংশ। যা ২০২৮ সালের মধ্যে ১০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। অনুমান অনুসারে, মহারাষ্ট্র ১৩ শতাংশ পরিসংখ্যানের ভিত্তিতে ওই তালিকায় শীর্ষে থাকবে।

আরও পড়ুন: ৩ জন “আউট”, ৩ জন “ইন”! শেষ তিন টেস্টে ভরসা সেই রিঙ্কুতেই, অবশেষে চূড়ান্ত ভারতীয় দল

২০২৮ সালের মধ্যে UP-র অর্থনীতি প্রায় ৫১৫ বিলিয়ন ডলারে পৌঁছবে: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, SBI-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, “যখন ভারত গ্লোবাল অর্থনীতিতে তৃতীয় স্থান অর্জন করবে, তখন উত্তরপ্রদেশ সেই দু’টি রাজ্যের মধ্যে একটি হবে যেগুলি ২০২৮ অর্থবর্ষে ৫০০ বিলিয়ন ডলারের গণ্ডি অতিক্রম করবে।” ওই রিপোর্টে উত্তরপ্রদেশের অর্থনীতি প্রায় ৫১৫ বিলিয়ন ডলার এবং মহারাষ্ট্রের অর্থনীতি প্রায় ৬৪৭ বিলিয়ন ডলার হবে বলে অনুমান করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর